Electric Bike: এক চার্জেই পৌঁছে দেবে দীঘা, বাজার কাঁপিয়ে হাজির দুর্ধর্ষ ই-বাইক

প্রায় দেড় বছর আগে ভারতের দ্রুততম ইলেকট্রিক বাইক হিসেবে লঞ্চ হয়েছিল Ultraviolette F77। আর গতকাল একঝাঁক মনমুগ্ধকর আপডেট...
SUMAN 25 April 2024 7:01 PM IST

প্রায় দেড় বছর আগে ভারতের দ্রুততম ইলেকট্রিক বাইক হিসেবে লঞ্চ হয়েছিল Ultraviolette F77। আর গতকাল একঝাঁক মনমুগ্ধকর আপডেট সহ বৈদ্যুতিক বাইকটির নতুন সংস্করণ Mach 2 লঞ্চ করেছে সংস্থা। প্রথম 1,000 জন ক্রেতা ই-বাইকটি 2.99 লাখ টাকায় কিনতে পারবেন। অন্যদিকে, প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত মডেল, Ultraviolette F77 Mach 2 Recon কিনতে খরচ পড়বে 3.99 লাখ টাকা (এক্স-শোরুম)।

Ultraviolette F77 Mach 2 আত্মপ্রকাশ করল

F77 Mach 2-তে দেওয়া হয়েছে একটি 27 কিলোওয়াট ইলেকট্রিক মোটর এবং 7.1 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। আর Mach 2 Recon-এ উপস্থিত 30 কিলোওয়াট মোটর এবং 10.3 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। আলোচনা থেকে বোঝাই যাচ্ছে এই ই-বাইক দুই ভ্যারিয়েন্টে বাজারে এসেছে – Mach 2 ও Mach 2 Recon। লঞ্চের পরই অগ্রিম বুকিং শুরু হয়েছে। যার জন্য লাগছে 5,000 টাকা।

ফুল চার্জে Mach 2 ও Mach 2 Recon-এর যথাক্রমে 211 কিলোমিটার ও 323 কিলোমিটার ছুটবে বলে দাবি করা হয়েছে (পরীক্ষিত রেঞ্জ)। মে থেকে ডেলিভারি শুরু করবে বলে জানিয়েছে আল্ট্রাভায়োলেট অটোমোটিভ (Ultraviolette Automotive)। বাইকটির ডিজাইন এক থাকলেও কিছু সুক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন চার্জিং পোর্ট লিডটি অ্যালুমিনিয়ামের, আলাদে কালারের রিয়ার মোনোশক এবং নতুন গ্রাফিক্স যুক্ত ফ্রন্ট ফর্ক। Mach 2 স্টিল্থ, লেসার ও এয়ারস্ট্রাইক – এই তিন ভার্সনে বেছে নেওয়া যাবে। প্রতিটি ভার্সনে উপলব্ধ তিনটি করে কালার অপশন।

উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে F77 Mach 2 ডাইনামিক স্টেবিলিটি কন্ট্রোল, থ্রি স্টেপ ট্রাকশন কন্ট্রোল (প্রয়োজনে সুইচ অফ করে রাখা যাবে), হিল হোল্ড, টায়ার প্রেসার মনিটরিং, ডিসপ্লে থিম, চার্জ লিমিট, অন বোর্ড নেভিগেশন সহ এসেছে। 0-100 কিমি/ঘন্টার গতিবেগ তুলতে 2.8 সেকেন্ড সময় নেবে। এর প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 155 কিলোমিটার। পিক টর্ক 100 এনএম। এতে 8,00,000 কিলোমিটার/8 বছরের (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে কোম্পানি।

Show Full Article
Next Story