কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি আজ সিআইআইয়ের একটি অনুষ্ঠানে ডিজেল সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। তিনি জানিয়েছেন, দেশবাসীর উচিত দ্রুত ডিজেলকে বিদায় জানানো। শুধু তাই নয়, গাড়ি নির্মাতা সংস্থাগুলিকে ডিজেল গাড়ি উৎপাদন বন্ধ করার আবেদনও জানিয়েছেন মন্ত্রী।
নীতিন গডকরি বলেছেন, যদি ডিজেল গাড়ির উৎপাদন শীঘ্রই বন্ধ না করা হয়, তবে তিনি এদের উপর এত বেশি কর আরোপ করবেন যাতে গাড়িগুলি বিক্রি করা কঠিন হয়ে পড়বে। নীতিন গডকরির মতে, খুব শীঘ্রই আমাদের পেট্রোল-ডিজেল ছেড়ে দূষণমুক্ত নতুন পথে এগোতে হবে।
আরও পড়ুন: নতুন Classic 350 বাইকারদের সমস্ত চাহিদা মেটাবে, আর কী বললেন Royal Enfield এর সিইও
আসলে গডকরি জ্বালানী দূষণ এবং এর আমদানি হ্রাস করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গডকড়ী আরও বলেছেন যে, ‘আমি অর্থমন্ত্রীকে ডিজেল গাড়ির দাম 10 শতাংশ বাড়ানোর জন্য বলবো।’
আরও পড়ুন: 8000 হাজার টাকা সস্তায় Bajaj Chetak Blue 3202 ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল, মাইলেজ শুনলে অবাক হবেন
এর আগে নিজের গাড়ির কথা উল্লেখ করে নীতিন গডকরি বলেছিলেন যে ‘আমার গাড়ি ইথানলে চলে। পেট্রোলের সাথে তুলনা করলে প্রতি কিলোমিটারে আমাকে 25 টাকা খরচ করতে হতো, তবে ইথানলের জন্য আমার অনেক সাশ্রয় হয়। জানিয়ে রাখি এক লিটার ইথানলের দাম 60 টাকা এবং পেট্রোলের দাম প্রায় 100 টাকা।