হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে জরিমানার সম্মুখীন হলেন পেশায় সাংবাদিক এক ব্যক্তি। শুনলে অবাক লাগলেও, এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। মূলত মাথায় হেলমেট না পরে বাইক নিয়ে বেরোলে চালান দিতে পারে পুলিশ। কিন্তু চার চাকা গাড়ি চালাতে গেলে যে হেলমেট পরতে হবে, এমন কোনও নিয়ম কিন্তু ট্র্যাফিক আইনে নেই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য রামপুর নিবাসী ওই ব্যক্তিকে 1,000 টাকা জরিমানা করেছে নয়ডার গৌতম বুদ্ধ নগর জেলায় পুলিস। কিন্তু তাঁর দাবি জীবনে কখনও তিনি ওই এলাকায় জাননি। তাই প্রথমে জরিমানা সম্পর্কে মোবাইলে আসা মেসেজটি ভুল বলে তিনি এড়িয়ে যান।
জবাব না পাওয়ার কারণে ট্র্যাফিক পুলিশের তরফে একটি ইমেইল ও পৃথক বার্তা পাঠানো হলে তখনই চিন্তায় পড়েন গাড়ির মালিক তুষায় সাক্সেনা। তিনি গত বছর মার্চে গাড়িটি কিনেছিলেন এবং গাজিয়াবাদ থেকে রামপুরে গাড়ির রেজিস্ট্রেশন ট্রান্সফার করেন। তিনি বলেন, “চালানটি 2023 সালের নভেম্বরে কাটা হয়েছিল। ট্র্যাফিক আইন ভঙ্গ করলে জরিমানা হওয়া স্বাভাবিক, কিন্তু আমার ক্ষেত্রে তা নয়।”
তুষার যোগ করেন, আমি কখনোই এনসিআর এলাকায় আমার গাড়ি চালাইনি৷ গাড়ির ভেতরে হেলমেট পরতে হবে, এমন যদি কোনও নিয়ম থাকে, তাহলে কর্তৃপক্ষকে অবশ্যই লিখিতভাবে সেটি জানাতে হবে। জরিমানার অর্থ প্রদান না করলে কোর্টে হাজিরা দিতে হবে বলে তাঁকে সতর্ক করেছে পুলিশ। যদিও এই বিষয়টি তদন্ত করে জরিমানা প্রত্যাহারের জন্য নয়ডা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।