নজরকাড়া স্টাইল সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স, পুজোয় লঞ্চ হতে পারে Bajaj Pulsar N125
পালসার অনুরাগীদের রাতের ঘুম কাড়তে পদার্পণ করতে চলেছে Bajaj Pulsar N125। ডিজাইনে চমক নিয়ে হাজির হচ্ছে এই বাইক, যা...পালসার অনুরাগীদের রাতের ঘুম কাড়তে পদার্পণ করতে চলেছে Bajaj Pulsar N125। ডিজাইনে চমক নিয়ে হাজির হচ্ছে এই বাইক, যা ক্রেতাদের মনে রাইডিংয়ের ইচ্ছা জাগাবে। সম্প্রতি ভারতের রাস্তায় ট্রায়াল চলাকালীন দর্শন দিয়েছে মডেলটি। তবে এই প্রথম নয়, ১২৫ সিসি এই মোটরসাইকেলটিকে আগেও টেস্টিংয়ের সময় স্পট করা হয়েছিল। চলুন Bajaj Pulsar N125 সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Bajaj Pulsar N125 আরও একবার টেস্টিংয়ে দেখা গেল
2024 Bajaj Pulsar N125-এর আপাদমস্তক ক্যামোফ্লেজে মোড়ানো থাকলেও ফাঁস হওয়া ছবিতে পেছনের অংশ, ফ্রেম এবং সাব-ফ্রেমের নকশা স্পষ্টই বোঝা গেছে। অনুমান করা হচ্ছে, ডায়মন্ড টাইপ ফ্রেমের ওপর ভিত্তি করে আসছে এই বাইক, যা বর্তমানে একাধিক পালসারে ব্যবহৃত হয়েছে। নীল রঙের টেল সেকশন দেখে মনে করা হচ্ছে মডেলটি উক্ত পেইন্ট স্কিমে উপলব্ধ হবে।
আসন্ন Bajaj Pulsar N125-এর হার্ডওয়্যার সেটআপে থাকছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, মোনোশক সাসপেনশন, বক্স টাইপ সুইং আর্ম, ডিস্ক-ড্রাম ব্রেক সেটআপ, স্প্লিট সিট টাইপ এবং টিউবুলার সিঙ্গেল পিস হ্যান্ডেলবার। সম্ভবত NS125 মডেলের ইঞ্জিন ব্যবহার হবে এতে। যার আউটপুট ১১.৮২ বিএইচপি এবং ১১ এনএম।
নতুন Bajaj Pulsar N125-এ উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে এলসিডি ড্যাশবোর্ড, যা নয়া Pulsar 150-এও উপস্থিত। এই ডিসপ্লেটি ব্লুটুথ সাপোর্ট করে। এ বছর উৎসবের মরসুমে বাজারে লঞ্চ হতে পারে। দাম Pulsar 125 ও Pulsar NS125-এর কাছাকাছি রাখা হতে পারে। বর্তমানে এই মডেল দুটির মূল্য যথাক্রমে ৯৫,০০০ টাকা ও ১.০৪ লাখ টাকা (এক্স-শোরুম)।
COPYRIGHT 2024
Powered By Blinkcms