Hero Xpulse 210: পুরনো বাইকের নতুন ভার্সন আনছে হিরো, ইঞ্জিনে বড় চমক

অ্যাডভেঞ্চারপ্রেমীরা দীর্ঘদিন ধরেই হিরো এক্সপালস বাইকের শক্তিশালী ভার্সন আনার দাবি করে আসছে। সংস্থা অফিশিয়ালি কিছু না...
SUMAN 20 July 2024 1:37 PM IST

অ্যাডভেঞ্চারপ্রেমীরা দীর্ঘদিন ধরেই হিরো এক্সপালস বাইকের শক্তিশালী ভার্সন আনার দাবি করে আসছে। সংস্থা অফিশিয়ালি কিছু না বললেও, সেই দাবি মিটতে চলেছে বলেই অনুমান করা হচ্ছে। মোটরসাইকেলটির একটি নতুন মডেলকে সম্প্রতি রোড টেস্টিংয়ে দেখা গিয়েছে, যাকে বলা হচ্ছে নতুন হিরো এক্সপালস ২১০। এতে লিকুইড-কুল্ড ইঞ্জিন থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রথমে হিরো এক্সপালস ৪০০ বলে মনে করা হলেও, বিভিন্ন বৈশিষ্ট্য এক্সপালস ২১০ হওয়ার দিকেই ইঙ্গিত করছে। এতে কারিজমা স্পোর্টস বাইক থেকে নেওয়া ২১০ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার হতে পারে। এক্সপালস এমনিতেই হিরোর সফল বাইক হিসাবে পরিচিত। কিন্তু হার্ড ইঞ্জিন না থাকার কারণে আরও শক্তিশালী ভার্সনের দাবি জানিয়েছিল ক্রেতারা।

কারিজমার মতো হিরো এক্সপালস ২১০-এর ইঞ্জিন থেকে ২৫.১৫ বিএইচপি ও ২০.৪ এনএম টর্ক উৎপন্ন করবে। জানিয়ে রাখি, এই বাইকের টেস্ট প্রোটোটাইপ মডেলে প্রথাগত টেলিস্কোপিক ফর্ক ও সুইংআর্ম রয়েছে। যেখানে হিরো এক্সপালস ৪০০ ভার্সনে ইউএসডি ফর্ক ও বক্স-টাইপ সুইংআর্ম বর্তমান। এটিও একাধিকবার রোড টেস্টিংয়ে দেখা গিয়েছে।

অফিশিয়াল লঞ্চের কথা বললে, হিরো এক্সপালস ২১০ আগামী বছর লঞ্চ হতে পারে। তবে মনে রাখবেন, সংস্থা এখনও এই বিষয়ে কিছু জানায়নি। অন্যদিকে, আরও পাওয়ারফুল এক্সপালস ৪০০ লঞ্চ হতে ২০২৬ সাল পর্যন্ত লাগতে পারে।

Show Full Article
Next Story