Upcoming Royal Enfield Bikes

এবার হবে ধামাকা! ১২টি নতুন বাইক বাজারে আনছে রয়্যাল এনফিল্ড, জেনে নিন খুঁটিনাটি

Upcoming Royal Enfield Bikes - বাইকের বাজারে বহুল চর্চিত নাম রয়্যাল এনফিল্ড। আগামী কয়েক মাসের মধ্যে বেশ কিছু নতুন বাইক আনার ঘোষণা করেছে কোম্পানি। এই বাইকগুলি কী কী জেনে নিন।

Suvrodeep Chakraborty 2 Nov 2024 9:03 PM IST

শৌখিন বাইক-প্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ড বেশ জনপ্রিয় নাম। এই কোম্পানির বাইক চড়তে এক পা এগিয়ে রাখেন সবাই। বিগত কয়েক বছরে এনফিল্ডের বেশ কিছু নতুন মডেল আত্মপ্রকাশ করেছে বাজারে। তার অধিকাংশই বাজারে হিট। সেই ধারা বজায় রাখতে আরও বেশ কিছু বাইক নিয়ে আসতে চলেছে কোম্পানি। যার মধ্যে একটি লঞ্চ হবে চলতি মাসেই। এটি হল রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০।

চিরাচরিত পেট্রল বাইকের পাশাপাশি এবার ইলেকট্রিক বাইক আনারও ঘোষণা করেছে এনফিল্ড, যা আগামী সপ্তাহে ইতালির বিখ্যাত মিলান মোটরসাইকেল শো-তে উন্মোচিত হবে। লম্বা প্রতিযোগিতায় টিকে থাকতে কোনও এক্সপেরিমেন্টই বাদ দিচ্ছে না এই শতাব্দী প্রাচীন টু-হুইলার কোম্পানি। এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এক ডজন নতুন বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। একনজরে দেখে নিন সেই তালিকা।

রয়্যাল এনফিল্ডের ১২টি নতুন বাইক

১. রয়্যাল এনফিল্ড ইভি

২. হিমালয়ান ইলেকট্রিক

৩. ইন্টারসেপটার বিয়ার ৬৫০

৪. ক্লাসিক ৬৫০ (নতুন মডেল)

৫. বুলেট ৬৫০ (নতুন মডেল)

৬. হিমালয়ান ৬৫০ (নতুন মডেল)

৭. হিমালয়ান ৪৫০ র‍্যালি

৮. ইন্টারসেপটার ৬৫০ ফেসলিফ্ট

৯. কন্টিনেন্টাল জিটি ৬৫০ ফেসলিফ্ট

১০. মিটিওর ৩৫০ ফেসলিফ্ট

১১. বুলেট ৩৫০ ফেসলিফ্ট

১২. হান্টার ৩৫০ ফেসলিফ্ট

এর মধ্যে বেশ কিছু বাইক একদমই নতুন। আবার কিছু পুরনো, যেগুলির নতুন ও আপডেটেড মডেল লঞ্চ করতে চলেছে কোম্পানি। যেমন হান্টার, বুলেট, মিটিওর, ইন্টারসেপটার এবং কন্টিনেন্টাল। ধাপে ধাপে সেগুলি বাজারে ছাড়বে রয়্যাল এনফিল্ড। এর মধ্যে সবার প্রথমে লঞ্চ হবে ইন্টারসেপটার বিয়ার। এটি একটি ৬৫০ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল।

এই বাইকে মিলবে ঠাসা স্মার্ট ফিচার্স। যেমন এলইডি লাইটিং, টিএফটি ব্লুটুথ কনসোল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ইত্যাদি। আগামী সপ্তাহে বাইকের উপর থেকে পর্দা সরাবে রয়্যাল এনফিল্ড। একাধিক রিপোর্ট অনুযায়ী, দেশের বাজারে বাইকের দাম রাখা হতে পারে ৩ লক্ষ ২১ হাজার টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story