Tata একাই বাজারে রাজত্ব করবে, বছর ঘুরতেই আনবে তিনটি দুর্ধর্ষ ইলেকট্রিক SUV

টাটা মোটরস (Tata Motors) ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে নিজেদের নেতৃত্ব বজায় রাখায় বদ্ধপরিকর। যে কারণে তারা একাধিক মডেল লঞ্চ করেছে। সম্প্রতি Nexon, Nexon EV, Harrier…

টাটা মোটরস (Tata Motors) ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে নিজেদের নেতৃত্ব বজায় রাখায় বদ্ধপরিকর। যে কারণে তারা একাধিক মডেল লঞ্চ করেছে। সম্প্রতি Nexon, Nexon EV, Harrier ও Safari – এই চারটি এসইউভি-র ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করেছে। আসন্ন লঞ্চের তালিকাটি ইভি মডেল দ্বারা সজ্জিত। আগামী কয়েক মাসের মধ্যেই যেগুলি বাজারে হাজির করা হবে। যার মধ্যে রয়েছে Tata Punch EV, Harrier EV ও Curvv। জানা গেছে, Harrier EV ও Punch EV নতুন বছরের শুরুতেই বাজারে লঞ্চ করবে টাটা। আবার মার্চের মধ্যে আসবে Curvv কুপ এসইউভি। চলুন টাটার আসন্ন ৩টি বৈদ্যুতিক এসইউভি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Tata Punch EV

দীর্ঘদিন ধরেই টাটার অতি জনপ্রিয় মাইক্রো এসইউভি Punch-এর ইলেকট্রিক ভার্সন নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। ২০২৪ এর প্রথমেই সেটি বাজারে আনবে টাটা। সংস্থার পোর্টফোলিওতে Nexon EV-র নিচে ঠাঁই পেতে চলা গাড়িটিকে ভারতের রাস্তায় একাধিকবার টেস্টিং চালাতে দেখা গিয়েছে। গাড়িটির ফ্রন্ট বাম্পারে থাকছে এলইডি হেড ল্যাম্প এবং চার্জিং সকেট। আশা করা হচ্ছে, নতুন অ্যালয় হুইল সহ নেক্সন ইভি-র কিছু ফিচার পেতে চলেছে গাড়িটি।

এছাড়া উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি টু স্পোক স্টিয়ারিং হুইল, ইলুমিনেটেড লোগো এবং একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা। দ্বিতীয় প্রজন্মের আর্কিটেকচারের উপর ভিত্তি করে আসা গাড়িটি দুই ধরনের ব্যাটারি অপশনে বেছে নেওয়া যাবে। বাজারে এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে Citroen eC3।

Tata Harrier EV

এবছর অটো এক্সপো-তে প্রথমবার উন্মোচিত হয়েছিল Tata Harrier EV। আইসিই মডেলের সাথে এর প্রোডাকশন ভার্সনের মিল থাকবে বলে মনে করা হচ্ছে। পরিবর্তন বলতে এতে থাকছে একটি ক্লোজ ফ্রন্ট গ্রিল, কানেক্টেড ডিআরএল এবং ইভি ব্যাজিং। ইলেকট্রিক এসইউভি মডেলটি সংস্থার দ্বিতীয় প্রজন্মের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। হোয়াইট এবং ব্রোঞ্জ এই দুই নতুন কালার অপশন উপলব্ধ থাকবে।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি নতুন টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি 360 ডিগ্রি ক্যামেরা, রোটারি স্টাইল গিয়ার নব ইত্যাদি। অ্যাডাস টেকনোলজি দেওয়া হতে পারে এতে। ফুল চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করতে পারে গাড়িটি।

Tata Curvv

২০২২-এ প্রথমবার উন্মোচিত হওয়া টাটার বহু আকাঙ্ক্ষিত Curvv গাড়িটি ২০২৪-এর প্রথমার্ধেই লঞ্চ হবে। গাড়িটি ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন (আইসিই) এবং ইভি – উভয় ভার্সনে আনা হবে। এটিও অটো এক্সপো ২০২৩-এ প্রদর্শিত হয়েছিল। প্রোডাকশন ভার্সনে দেওয়া হতে পারে কুপ স্টাইলের স্লোপিং রুফ লাইন এবং বৃহৎ প্যানরামিক গ্লাস রুফ। নতুন প্রজন্মের ইলেকট্রিক প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসতে চলা গাড়িটিতে গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে থাকছে ট্রায়াঙ্গুলার এলইডি হেড ল্যাম্প, একটি বৃহৎ ইনফোটেনমেন্ট সিস্টেম। এছাড়া গাড়িটির কারিগরি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।