Citroen Aircross: টাটা-মারুতির বিকল্প হাজির, পুজোর মুখে লঞ্চ হল দুর্দান্ত SUV
পুজোর আগে বড় চমক নিয়ে ভারতে হাজির হল সিট্রোয়েন। সংস্থাটি Citroen C3 Aircoss-এর আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। উল্লেখযোগ্য বিষয় হল, গাড়িটির নাম থেকে C3 শব্দটি…
পুজোর আগে বড় চমক নিয়ে ভারতে হাজির হল সিট্রোয়েন। সংস্থাটি Citroen C3 Aircoss-এর আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। উল্লেখযোগ্য বিষয় হল, গাড়িটির নাম থেকে C3 শব্দটি বাদ দিয়ে শুধু Aircross রাখা হয়েছে। নতুন Citroen Aircross অতিরিক্ত ফিচার্স, নয়া ইঞ্জিন ফিচার্স ও আরও সেফটি কিট অফার করবে।
সিট্রোয়েন এয়ারক্রস ৮.৪৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) লঞ্চ হয়েছে এবং হাই-এন্ড মডেলের দাম ১৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গাড়িটি ছয়টি ভ্যারিয়েন্টে উপলব্ধ। ডেলিভারি ৮ অক্টোবর থেকে শুরু হবে। এয়ারক্রসের বাইরেএলইডি প্রজেক্টর হেডলাইট ও কেবিনের ভিতরে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল বৈশিষ্ট্য রয়েছে।
নতুন আপডেটে যুক্ত হওয়া ফিচারগুলির মধ্যে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কর,অটায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, ও হিল-হোল্ড ফাংশন। এছাড়াও, গাড়িটিতে রিয়ার পাওয়ার উইন্ডো, পাওয়ার-ফোল্ডিং ORVM, ও পিছনে এসি ভেন্ট রয়েছে। ইন্সট্রুমেন্ট প্যানেলের উপর সফ্ট-টাচ মেটেরিয়াল দেওয়া হয়েছে।
Citroen Aircross আগে শুধুমাত্র ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সাথে উপলব্ধ ছিল। কিন্তু এখন ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরিটেড ১.২ পেট্রোল ইঞ্জিনও অফার করবে এটি, যা ৮১ হর্সপাওয়ার ও ১১৫ এনএম টর্ক উৎপন্ন করবে। এই ইঞ্জিন কেবলমাত্র ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে উপলব্ধ।
পুজোর আগে বড় চমক নিয়ে ভারতে হাজির হল সিট্রোয়েন। সংস্থাটি Citroen C3 Aircoss-এর আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। উল্লেখযোগ্য বিষয় হল, গাড়িটির নাম থেকে C3 শব্দটি…