পুজোয় বড় চমক, নতুন ফিচার্সের সঙ্গে নয়া অবতারে আসতে চলেছে KTM 200 Duke
ফেস্টিভ সিজন অর্থাৎ অক্টোবর-নভেম্বর এমনই একটা সময়, যখন প্রতিটা অটোমোবাইল ব্র্যান্ড নতুন প্রোডাক্ট লঞ্চের জন্য মুখিয়ে থাকে। আর চলতি বছরেও তার অন্যথা হবে না। এই…
ফেস্টিভ সিজন অর্থাৎ অক্টোবর-নভেম্বর এমনই একটা সময়, যখন প্রতিটা অটোমোবাইল ব্র্যান্ড নতুন প্রোডাক্ট লঞ্চের জন্য মুখিয়ে থাকে। আর চলতি বছরেও তার অন্যথা হবে না। এই মাস ও সামনের মাসে একাধিক টু-হুইলার বাজারে আসতে চলেছে। শোনা যাচ্ছে, KTM 200 Duke-এর আপডেটেড ভার্সন খুব তাড়াতাড়ি লঞ্চ হবে।
নতুন KTM 200 Duke ফিচার আপডেট পাবে৷ এতে পুরনো এলসিডি সেটআপ তুলে দিয়ে টিএফটি ডিসপ্লে যুক্ত করা হবে। খুব সম্ভবত এটি 390 Duke থেকে নেওয়া হবে। নয়া মডেলের দাম ৫,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, কেটিএম বর্তমানে এটি নেকেড বাইকটি ১.৯৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিক্রি করছে।
নতুন টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ছাড়া, 2024 KTM 200 Duke-এর ডিজাইন, হার্ডওয়্যার, ইঞ্জিন সহ সমস্ত কম্পোনেন্ট অপরিবর্তিত থাকবে। এলইডি হেডলাইট, স্প্লিট সিট, আপসাইড ডাউন ফর্ক, মনোশক সাসপেনশন, ডিস্ক ব্রেক (ফ্রন্ট+রিয়ার), ডুয়াল চ্যানেল এবিএস অফার করে এই মোটরসাইকেল।
পারফরম্যান্সের কথা বললে, KTM 200 Duke-এর ১৯৯.৫ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন ১০,০০০ আরপিএম গতিতে ২৪.৬৭ হর্সপাওয়ার ও ৮,০০০ আরপিএম স্পিডে ১৯.৩ এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১৩.৪ লিটার। মাইলেজ লিটার পিছু প্রায় ৩৫ কিলোমিটার।
ফেস্টিভ সিজন অর্থাৎ অক্টোবর-নভেম্বর এমনই একটা সময়, যখন প্রতিটা অটোমোবাইল ব্র্যান্ড নতুন প্রোডাক্ট লঞ্চের জন্য মুখিয়ে থাকে। আর চলতি বছরেও তার অন্যথা হবে না। এই…