গোরিলা 450 লঞ্চের পরে আরও বড় চমক রয়্যাল এনফিল্ডের, আগস্টে আনছে নতুন ক্লাসিক মোটরসাইকেল
রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল হল, ক্লাসিক ৩৫০। এটি ২০০৯ সালে লঞ্চ হয়েছিল এবং ২০২১ সালে নতুন ইঞ্জিন এবং...রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল হল, ক্লাসিক ৩৫০। এটি ২০০৯ সালে লঞ্চ হয়েছিল এবং ২০২১ সালে নতুন ইঞ্জিন এবং চেসিসের সঙ্গে বাজারে আসে। নয়া জে প্ল্যাটফর্ম বাইকটিকে আরও রিফাইন্ড করে তুলেছে। প্রতি মাসে ক্লাসিকের গড়ে ২০,০০০ ইউনিট বিক্রি হচ্ছে। জনপ্রিয়তা আরও বাড়াতে আগস্টের মধ্যে ক্লাসিক ৩৫০-র আপডেট ভার্সন আনতে চলেছে রয়্যাল এনফিল্ড।
অটোকার ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল এনফিল্ড আগামী মাসে ক্লাসিক ৩৫০-র নতুন ভার্সন লঞ্চ করবে। এতে মেকানিক্যাল দিক থেকে কোনও আপগ্রেড থাকবে না, শুধু নতুন কিছু ফিচার্য যুক্ত করা হতে পারে। এমনিতেই বাইকটি স্ট্রং ডিজাইনের জন্য পরিচিত। ফলে স্টাইলে পরিবর্তন থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
নতুন ভার্সনে, ২০২৪ রয়্যাল এনফিল্ড ক্লাসিক স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে ৩৫০ এলইডি হেডলাইট, এলইডি টেলল্যাম্প, ও এলইডি পাইলট ল্যাম্প পেতে চলেছে। অর্থাৎ সবচেয়ে পরিবর্তন থাকবে লাইটেই। এছাড়া, আর কী কী নতুন বৈশিষ্ট্য যোগ হবে, সেটা অজানা। বর্তমান মডেলের মতো আপডেট ভার্সনও একাধিক ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। লোয়ার-ভ্যারিয়ন্টে থাকবে ড্রাম ব্রেক।
জানিয়ে রাখি, এখন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর দাম ১.৯৩ লক্ষ টাকা থেকে ২.২৫ লক্ষ টাকা পর্যন্ত (এক্স-শোরুম)। নতুন মডেলের দাম না বাড়িয়ে সেটি বড় চমক হিসাবে হাজির করতে পারে সংস্থা। ক্লাসিকের ইঞ্জিনটি ৩৪৯ সিসির এবং এটি ২০.২ বিএইচপি পাওয়া ও ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ডুয়াল ডিস্ক মডেলে ডুয়েল চ্যানেল এবিএস ও সিঙ্গেল ডিস্ক ভার্সনে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে।