দারুণ খবর! বাইকপ্রেমীদের হৃদয় ছুঁতে 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে নতুন TVS Apache

TVS Apache RR 310-এর নতুন ভার্সন আগামী ১৬ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। সংস্থা এখনও নাম প্রকাশ না করলেও বিভিন্ন সূত্র থেকে...
SUMAN 12 Sept 2024 2:10 PM IST

TVS Apache RR 310-এর নতুন ভার্সন আগামী ১৬ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। সংস্থা এখনও নাম প্রকাশ না করলেও বিভিন্ন সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। ২০১৮ সালে প্রথম রিলিজ হওয়া Apache RR 310 বর্তমানে ভারতের অন্যতম সাশ্রয়ী মূল্যের ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক। নতুন সংস্করণ লঞ্চের মাধ্যমে বাইকটির জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য রাখছে কোম্পানি।

নতুন TVS Apache RR 310 কেমন হবে

স্পাই শটে, টিভিএস অ্যাপাচি আরআর ৩১০-এর সাইড ফেয়ারিং থেকে উইংলেট বেরোতে দেখা গিয়েছে। এটি সাধারণত হাই-পারফরম্যান্স বাইকে দেখা যায়। এই ডিজাইন এলিমেন্টের সংযুক্তি স্পোর্টস বাইকটিকে আরও অ্যারোডায়নামিক করে তুলবে। বলতে গেলে, টিভিএস-এর হাত ধরে এই সেগমেন্টে উইংলেট যুক্ত হচ্ছে। এটি ডাউনফোর্স কমাতে সাহায্য করবে।

আপডেটেড ভার্সনে নতুন কালার স্কিম ও গ্রাফিক্স যোগ হতে পারে। কসমেটিক আপডেট ছাড়াও, Apache RR 310 একঝাঁক নতুন প্রযুক্তির সঙ্গে আসবে। এতে Apache RTR 310-এর মতো বি-ডিরেকশনাল কুইক শিফ্টার, ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল এবং কর্নারিং ABS এর মতো বৈশিষ্ট্য মিলতে পারে। এছাড়াও, হিটেড বা কুল্ড সিটের উপস্থিতি রাইডারের কমফোর্ট আরও বাড়িয়ে তুলবে।

আরও পড়ুন : দৈনিক ১.৫ জিবি ডেটাতেও কুলাচ্ছে না? এই কৌশলগুলি অবশ্যই মেনে চলুন

পারফরম্যান্সের কথা বললে, ইঞ্জিনে সামান্য কিছু অ্যাডজাস্টমেন্ট চোখে পড়তে পারে। বর্তমানে TVS Apache RR 310 থেকে ৩৩.৫ বিএইচপি ক্ষমতা ও ২৭.৩ এনএম টর্ক পাওয়া যায়। কোম্পানি ইঞ্জিন রিফাইন্ড করে পাওয়ার আরও বাড়াতে পারে। RTR 310-এর মতো ইঞ্জিনটি থেকে ৩৫.০৮ বিএইচপি আউটপুট আশা করা যায়।

আরও পড়ুন : বড় চমক নিয়ে হাজির OnePlus, এবার হাতছাড়া হবে Apple-এর শ্রেষ্ঠত্বের খেতাব?

Show Full Article
Next Story