ছেলে, মেয়ে, বয়স্ক, যে কেউ চালাতে পারবে, Vaan Moto 60 কিমি রেঞ্জের সাথে দুই নতুন ই-বাইক লঞ্চ করল

ভারতের প্রিমিয়াম লাইফস্টাইল ই-মোবিলিটি ব্র্যান্ড Vaan Moto মুম্বইয়ের অ্যাটরিয়া শপিং মলে তাদের প্রথম শোরুম উদ্বোধন করল।...
techgup 21 Oct 2022 1:14 PM IST

ভারতের প্রিমিয়াম লাইফস্টাইল ই-মোবিলিটি ব্র্যান্ড Vaan Moto মুম্বইয়ের অ্যাটরিয়া শপিং মলে তাদের প্রথম শোরুম উদ্বোধন করল। যেখানে তাদের ই-বাইক এক্সক্লুসিভলি উপলব্ধ হবে৷ পাশাপাশি সংস্থার তরফে UrbanSport এবং UrbanSport Pro নামে দুই লিমিটেড এডিশন ইলেকট্রিক বাইসাইকেল লঞ্চের ঘোষণা করা হয়েছে। যাদের দাম ৬২,৯৯৯ টাকা থেকে শুরু।

বৈদ্যুতিক সাইকেল দু'টি ইউনিসেক্স কম্প্যাক্ট ফ্রেম, ২০ ইঞ্চি হুইল, রিমুভেবল ব্যাটারি (ফ্রেম থেকে খুলে আলাদা ভাবে চার্জ দেওয়ার সুবিধা), এবং ইন্ডিকেটর লাইটের সাথে এসেছে। একটি ছোট স্মার্ট এলইডি ডিসপ্লে ই-বাইকের সমস্ত তথ্য রাইডারের চোখের সামনে এসে হাজির করবে। সংস্থার তরফে প্রেস বিবৃতি জারি করে এমনটাই দাবি করা হয়েছে‌।

UrbanSport এবং UrbanSport Pro, উভয় মডেলে ৪৮ ভোল্ট, ৭.৫ অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যা ফুল চার্জ করে নিলে ৬০ কিলোমিটার নিশ্চিন্তে পার করা যাবে। আড়াই কেজি ওজনের ওই ব্যাটারি সাড়ে চার ঘন্টার মধ্যে পুরোপুরি চার্জ হয়ে যাবে। ঘন্টা প্রতি সর্বোচ্চ ২৫ কিলোমিটার বেগে চালানো যাবে। এতে পাওয়ার অ্যাসিস্ট মোড, ফাইল লেভেল ইলেকট্রিক গিয়ার, এবং ফুল থ্রটল মোড রয়েছে।

Vaan Moto-র প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যবির্বাহী আধিকারিক জিতু নায়ার বলেন, "আমরা ভারতের একটি নামী প্রিমিয়াম লাইফস্টাইল ই-মোবিলিটি সংস্থা হয়ে উঠতে চাই। ভারত থেকে আমরা বিদেশেও পণ্যের সম্ভার নিয়ে পাড়ি দিচ্ছি এবং তার আগে সে লক্ষ্যে মুম্বই আমাদের প্রথম গন্তব্য। আগামী তিন মাসের মধ্যে আমরা একে একে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, এবং পুনেতে প্রোডাক্ট লঞ্চ করব‌। কোচিতে আমাদের কারখানায় মাসে ২,০০০ই-সাইকেল অ্যাসেম্বল হয়। বছরে ৮,০০০ থেকে ১০,০০০ ইউনিট বিক্রির লক্ষ্য রাখছি আমরা।"

Show Full Article
Next Story