আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে হাজির ভেসপার হাই পারফরম্যান্স স্কুটার, শক্তি চমকে দেবে
ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ভেসপার স্কুটার বেশ কদর। রেট্রো ডিজাইন বলে প্রথমেই নজর টেনে নেয়। ভেসপার মালিক সংস্থা...ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ভেসপার স্কুটার বেশ কদর। রেট্রো ডিজাইন বলে প্রথমেই নজর টেনে নেয়। ভেসপার মালিক সংস্থা ইতালির পিয়াজিও গোষ্ঠী প্রতি বছরই তাদের বিভিন্ন গাড়ি আপডেট করে থাকে। সেই ধারা বজায় রেখে এবার ভেসপা জিটিভি ৩০০ মডেলে নতুন পেইন্ট স্কিম যোগ করল সংস্থা।
স্কুটারটির নতুন কালার অপশনের পোশাকি নাম গ্রে ট্রাভোলজেন্টে। এতে বেস কালার হিসাবে গ্রে পেইন্ট রয়েছে। বডিওয়ার্কে আবার ব্রাইট অরেঞ্জের ছাপ। হেডল্যাম্প ইউনিটেও অরেঞ্জ অ্যাকসেন্ট লক্ষ্য করা যায়। চাকা, ফ্রন্ট প্যানেল ও রিয়ার প্যানেলেও এই রঙের ছোঁয়া আছে। এককথায়, দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।
ভেসপা জিটিভি ৩০০ মডেলের মেকানিক্যাল স্পেসিফিকেশনে কিছু পরিবর্তন করা হয়নি। না যুক্ত হয়েছে কোনও ফিচার। স্কুটারটির ২৭৮ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ২৪ হর্সপাওয়ার ক্ষমতা পাওয়া যায়। ফিচার্সের কথা বললে, এতে এলইডি লাইটিং, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এবিএস ও রাইডিং মোড উপলব্ধ।
উল্লেখ্য, হাই-পারফরম্যান্স রেঞ্জের স্কুটার হিসাবে গণ্য হওয়ার জন্য ভেসপা জিটিভি ৩০০ বেশ দামী। সেই কারণেই স্কুটারটির ভারতে সাফল্য লাভের সম্ভাবনা নেই বললেই চলে। তাই ভারতে এটি লঞ্চ হয়নি।