Vinfast: ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে বিশ্বখ্যাত সংস্থা, 16,600 কোটি টাকার বিশাল বিনিয়োগের ঘোষণা
ভারতের সম্ভাবনাময় বৈদ্যুতিক গাড়ির বাজারকে লক্ষ্য করে বিভিন্ন বিদেশি কোম্পানি ঘাঁটি গাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবারে...ভারতের সম্ভাবনাময় বৈদ্যুতিক গাড়ির বাজারকে লক্ষ্য করে বিভিন্ন বিদেশি কোম্পানি ঘাঁটি গাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবারে ভিয়েতনামের ইভি জায়েন্ট ভিনফাস্ট অটো লিমিটেড (VinFast Auto Ltd.) তামিলনাড়ুতে কারখানা গড়ার কথা ঘোষণা করল। এই উদ্দেশ্যে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অটোমোবাইলের বাজার ভারতে কোম্পানিটি ২ বিলিয়ন ডলার লগ্নি করবে বলে নিশ্চিত করেছে, টাকার অঙ্কে যা প্রায় ১৬,৬০৮ কোটি। তবে প্রাথমিক পর্যায়ে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। প্রথম পর্যায়ের প্রকল্পের জন্য পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছে ভিনফাস্ট।
VinFast ভারতে 2 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারতে
২০২৪ থেকে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি গড়ার কাজ আরম্ভ করার লক্ষ্যে এগোচ্ছে ভিয়েতনামের সংস্থাটি। প্রকল্পটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ১,৫০,০০০ ইউনিট। এই প্রসঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, “ভিনফাস্ট ১৬,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের মাধ্যমে একটি ইভি কার এবং ব্যাটারি তৈরির কারখানা গড়ে তুলতে পারে। এটি নিছকই বিনিয়োগ নয়। তামিলনাড়ুর অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে এটি একটি ব্যাপক পদক্ষেপ।”
কোম্পানির দাবি এই প্রকল্পের ফলে তামিলনাড়ুতে প্রায় ৩,৫০০ কর্মসংস্থান তৈরি হবে। ভিনফাস্ট গ্লোবাল ডেপুটি সিইও ত্রাণ মাই হোয়া (সেলস ও মার্কেটিং) বলেন, “তামিলনাড়ু সরকারের সাথে মৌ চুক্তি আমাদের দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং পরিবেশবান্ধব পরিবহন গড়ে তোলার পথে এগোতে সহায়তা করবে।” তিনি যোগ করেন, “তামিলনাড়ুতে বিনিয়োগের ফলে উভয় পক্ষের যে আর্থিক উন্নয়ন ঘটবে তেমনই নয়, একইসাথে ভারতে সবুজ শক্তির পরিবহণ ব্যবস্থা বলিষ্ঠ করতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস।”
কারখানা গড়া্য জন্য রাজ্য সরকারের তরফে জমি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামো সুব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। তামিলনাড়ুর শিল্পমন্ত্রী টি আর বি রাজা বলেছেন, “দক্ষিণের জন্য এটি একটি দারুণ খবর। গ্লোবাল ইভি জায়েন্ট ভিনফাস্ট ভারতের তামিলনাড়ুতে তাদের পদার্পণ নিশ্চিত করেছে।” এজন্য তিনি ভিনফাস্ট পরিবারের সকল সদস্য ও চেয়ারম্যানকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।