টাটা-মারুতির গড়ে এবার আদানির হানা? গাড়ি ব্যবসায় নামতে পারেন আম্বানির প্রতিদ্বন্দ্বী
ভারতে ব্যবসা করার জন্য আদানি গোষ্ঠী অথবা হায়দরাবাদের মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে হাত মেলাতে ভিয়েতনামের গাড়ি সংস্থা ভিনফাস্ট। তামিলনাড়ুতে গাড়ির কারখানা গড়ে তুলতে চলেছে এই অটোমেকার।
ভিয়েতনামের বৈদ্যুতিক গাড়ি সংস্থা ভিনফাস্ট (Vinfast) হায়দরাবাদ-ভিত্তিক মেঘা ইঞ্জিনিয়ারিং ও ইনফরাস্ট্রাকচার্স এবং আদানি গোষ্ঠীর সঙ্গে হাত মেলানোর করার কথা ভাবছে। দেশের বাজারে গাড়ি বিক্রি করার জন্য প্রস্তুত তারা। কিন্তু এ বিষয়ে দক্ষতা এবং সঠিক দূরদর্শীতার প্রয়োজন বলে মনে করছে সংস্থা। যে কারণে ভারতীয় কোনও প্রতিষ্ঠানের সঙ্গে জোট বাঁধতে চায় ভিনফাস্ট।
সূত্রের দাবি, ভিনফাস্টের মতে একটি দেশীয় সংস্থা তাদের লেবার সম্পর্কিত পরিচালনা এবং একটি বিশ্বাসযোগ্য সাশ্রয়ী মূল্যের উপাদান সরবরাহকারী বেস তৈরি করতে সাহায্য করতে পারে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ভিনফাস্ট ভারতের বৈদ্যুতিক গাড়ির পলিসিতে অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। উল্লেখ্য, যেসব বিদেশি সংস্থা দেশে কারখানা বসাবে এবং ৫০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে তাদের করে বিশেষ মকুব দেয় সরকার।
তামিলনাড়ুতে একটি কারখানা গড়ে তুলছে ভিনফাস্ট। মূলধন বাড়াতে এবং বাজার মেপে দেখতে স্থানীয় অংশীদারদের প্রয়োজন আছে বলে মনে করছে সংস্থা। একটি অংশীদারিত্ব লেবার পরিচালনা-সহ একাধিক বিষয়ে সাহায্য করতে পারে। ভিনফাস্টের এক মুখপাত্র জানিয়েছেন, মেঘা ইঞ্জিনিয়ারিং এবং আদানি গোষ্ঠী, দুই সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে তারা। যৌথ উদ্যোগ সম্পর্কে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।
প্রসঙ্গত, মেঘা ইঞ্জিনিয়ারিং চিনের বিওয়াইডি-এর সাহায্যে ওলেকট্রা ব্র্যান্ডের অধীনে বাস উৎপাদন করে থাকে। যে কারণে এই সংস্থার দক্ষতা মূল্যায়ন করছে ভিনফাস্ট। পাশাপাশি আদানি গোষ্ঠীর সঙ্গেও তারা যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা হয়নি। তবে বলার অপেক্ষা রাখে না, এই চুক্তি স্বাক্ষর হলে ভারতের ইলেকট্রিক গাড়ির বাজার আরও বৈচিত্র্যময় হয়ে উঠবে।
ভারতে ব্যবসা করার জন্য আদানি গোষ্ঠী অথবা হায়দরাবাদের মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে হাত মেলাতে ভিয়েতনামের গাড়ি সংস্থা ভিনফাস্ট। তামিলনাড়ুতে গাড়ির কারখানা গড়ে তুলতে চলেছে এই অটোমেকার।