EV: বৈদ্যুতিক গাড়ির কম্পোনেন্ট সরবরাহের জন্য প্রায় 16712 কোটি টাকার অর্ডার পেল এই সংস্থা

বৈদ্যুতিক গাড়িই ভবিষ্যৎ। সে কথা মাথায় রেখে এখন থেকেই প্রথাগত জ্বালানি চালিত অভ্যন্তরীণ দহন বা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের ডেভেলপমেন্ট বন্ধ করার পথে বহু গাড়ি নির্মাতা।…

বৈদ্যুতিক গাড়িই ভবিষ্যৎ। সে কথা মাথায় রেখে এখন থেকেই প্রথাগত জ্বালানি চালিত অভ্যন্তরীণ দহন বা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের ডেভেলপমেন্ট বন্ধ করার পথে বহু গাড়ি নির্মাতা। পাশাপাশি বিদ্যুৎচালিত গাড়ির বিভিন্ন কম্পোনেন্ট বা উপাদান আরও বেশি করে সরবরাহকারীদের বরাত দিচ্ছে তারা।

গাড়ির ড্রাইভটেন এবং পাওয়ারট্রেন প্রযুক্তিতে অগ্রগণ্য জার্মান বহুজাতিক ভিটেস্কো (Vitesco) এবার বিশাল অঙ্কের অর্ডার পাওয়ার কথা জানিয়েছে। সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড্রিয়াজ উল্ফ বলেছেন, তারা ইলেকট্রিক ভেহিকেলের কম্পোনেন্ট তৈরির জন্য ২ বিলিয়ন ইউরো মূল্যের বরাত পেয়েছেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬,৭১২ কোটি টাকার সমান।

প্রসঙ্গত, ভিটেস্কো গত বছরে ঘোষণা করেছিল, তাদের কাছে প্রায় ৫.১ বিলিয়ন ইউরো মূল্যের কম্পোনেন্ট সরবরাহের অর্ডার এসেছে‌। আবার গত জানুয়ারিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি সংস্থা থেকে ১ বিলিয়ন ইউরোর একটি অর্ডার পেয়েছিল বলে জানিয়েছিল ভিটেস্কো।

সংস্থার আশা, গত বছরের ৮.৩ বিলিয়ন ইউরো থেকে বিক্রি এ বছর ৮.৬ মিলিয়ন স্পর্শ করবে। এছাড়াও, ভিটেস্কোর লক্ষ্য, ২০২৮-২০২৯ সালের মধ্যে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের বিভিন্ন চলমান অংশের প্রোডাকশন গুটিয়ে এনে বৈদ্যুতিক গাড়ির পার্টসে বেশি মনোনিবেশ করা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন