Diesel Engine Cars: চিরতরে মুছে যাবে ডিজেল গাড়ি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে সংস্থা

মাত্রাতিরিক্ত দূষণ নির্গমনের কারণে ভারত সরকার ডিজেল গাড়ি ব্যবহারের বিষয়ে নানান প্রতিবন্ধকতা নিয়ে আসছে। কেন্দ্রের এই কর্মযজ্ঞে সঙ্গ দিচ্ছে অটোমোবাইল কোম্পানিগুলিও। যার মধ্যে ভলভো কারস…

মাত্রাতিরিক্ত দূষণ নির্গমনের কারণে ভারত সরকার ডিজেল গাড়ি ব্যবহারের বিষয়ে নানান প্রতিবন্ধকতা নিয়ে আসছে। কেন্দ্রের এই কর্মযজ্ঞে সঙ্গ দিচ্ছে অটোমোবাইল কোম্পানিগুলিও। যার মধ্যে ভলভো কারস (Volvo Cars) ২০২৪-এর প্রথমার্ধের মধ্যে বিশ্বজুড়ে তাদের সমস্ত ডিজেল গাড়ির উৎপাদন বন্ধের পরিকল্পনা করছে। ২০৩০-এর মধ্যে সুইডেনের কোম্পানিটি কেবলমাত্র ইলেকট্রিক গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছে।

Volvo Cars ২০২৪-এর মধ্যে ডিজেল গাড়ির উৎপাদন বন্ধ করবে

আগামী ক’মাসের মধ্যেই ভলভো নিজেদের শেষ ডিজেল মডেল উৎপাদন করবে বলে জানিয়েছে। চীনের গীলি (Geely)-র মালিকানাধীন সংস্থাটি ২০১৯-এ ইউরোপের বাজারে সবচেয়ে বেশি ডিজেল গাড়ি বিক্রি করেছিল। কিন্তু ২০২২-এ ডিজেল মডেলের বেচাকেনার হার মোট গাড়ি বিক্রির ৮.৯ শতাংশে নেমে আসে। গত মাসে ভলভোর মোট বিক্রির ৩৩% ফুল ইলেকট্রিক বা হাইব্রিড মডেল। যদিও বাকি ৬৭ শতাংশের মধ্যে পেট্রোল ও ডিজেল গাড়ির কতটা অবদান, তা জানা যায়নি।

এদিকে সম্প্রতি ইউরোপের বাজারেও ডিজেল গাড়ির বিক্রি ব্যাপক হারে কমতে দেখা গেছে। ফক্সভাগেনের নির্গমন বিধি নিয়ে জালিয়াতির পর এই জ্বালানির গাড়ির বেচাকেনা তলানিতে ঠেকেছে। সংস্থাটি নিজেরাও ডিজেল গাড়ির সরবরাহ অনেকটাই কমিয়েছে। ২০১৫-তে মোট গাড়ি বিক্রির ৫০ শতাংশ ডিজেল গাড়ি বিক্রি হতো ইউরোপে। সেখানে গত জুলাইয়ে বেচাকেনা ১৪ শতাংশে এসে ঠেকেছে।

এদিকে ভারত সরকার অটোমোবাইল কোম্পানিগুলিকে দীর্ঘস্থায়ী পরিবহণ ব্যবস্থা গ্রহণের জন্য উৎসাহিত করে চলেছে। যার মধ্যে অন্যতম ইলেকট্রিক গাড়ি। ভলভো বর্তমানে ভারতে দুটি পিওর ইলেকট্রিক মডেল বিক্রি করে – C40 Recharge ও XC40 Recharge। এই মডেল দুটি ২০৩০-এর মধ্যে তাদের সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি বিক্রেতা হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। ভারতে তারা XC40 Recharge লাঞ্চ করে সাফল্যের মুখ দেখেছে। যেটি সবচেয়ে সস্তার লাক্সারি ইলেকট্রিক এসইউভি গাড়ি হিসেবে খ্যাত। সদ্য লঞ্চ হওয়া C40 Recharge-ও জনপ্রিয়তা অর্জন করতে পারবে বলে আশাবাদী সংস্থা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন