Volvo XC40 Recharge: টেসলার আগেই ভারতে যন্ত্রাংশ জুড়ে বৈদ্যুতিক গাড়ি তৈরির ঘোষণা করল ভলভো
ভলভোর নতুন ইলেকট্রিক কম্প্যাক্ট এসইউভি Volvo XC40 Recharge ভারতে লঞ্চ হতে পারে সামনের মাসে। বুকিং চলতি মাস থেকেই শুরু...ভলভোর নতুন ইলেকট্রিক কম্প্যাক্ট এসইউভি Volvo XC40 Recharge ভারতে লঞ্চ হতে পারে সামনের মাসে। বুকিং চলতি মাস থেকেই শুরু হবে বলে খবর। প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতা চলবে Kia EV6-এর সাথে। এবার ভলভো তাদের ওই আপকামিং গাড়ির অ্যাসেম্বলি ভারতের মাটিতেই করবে বলে জানাল। অর্থাৎ এখানেই যন্ত্রাংশ জুড়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করবে সুইডিশ সংস্থাটি।
বেঙ্গালুরুর কাছে অবস্থিত হোসকোটে ভলভো তাদের কারখানায় পার্টস ও নানা ইকুইপমেন্ট সহযোগে XC40 Recharge তৈরি করবে। এখানে সংস্থার ফ্ল্যাগশিপ এসইউভি XC90, মাঝারি আকারের এসইউভি XC90, কম্প্যাক্ট লাক্সারি এসইউভি XC40, এবং S90 লাক্সারি সেডান অ্যাসেম্বল করে তৈরি করা হয়।
Volvo XC40 Recharge-এ রয়েছে ৭৮ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক। যা একবার চার্জ করলে ৪১৮ কিলোমিটার পর্যন্ত লাগাতার সফর করতে পারে। ১৫০ কিলোওয়াট আওয়ার ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে গাড়িটির ব্যাটারি ৩৩ মিনিটের মধ্যে ১০-৮০ শতাংশ চার্জ হয়ে যায়।
ভলভোর এই ইলেকট্রিক গাড়ির মোটর ৪০৮ বিএইচপি ক্ষমতা এবং ৬৬০ এনএম টর্ক উৎপন্ন করে। ০ থেকে ১০০ কিলোমিটার পিক আপ ওঠে মাত্র ৪.৯ সেকেন্ডে। ভলভো এক্স৪০ রিচার্জ-এর ডেলিভারি শুরু হবে উৎসবের মরসুম থেকে। উল্লেখ্য, ২০৩০-এর মধ্যে সম্পূর্ণরূপে অল-ইলেকট্রিক ব্র্যান্ডে পরিণত হওয়ার লক্ষ্য রাখছে ভলভো।