3 লক্ষ টাকা সস্তায় লঞ্চ হল Volvo-র নতুন বৈদ্যুতিক গাড়ি, ফুল চার্জে যাবে 592 কিমি

বিলাসবহুল গাড়ির জন্য পরিচিত ভলভো আজ তাদের XC40 Recharge ইলেকট্রিক গাড়ির নয়া এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। যা টপ...
SUMAN 7 March 2024 8:26 PM IST

বিলাসবহুল গাড়ির জন্য পরিচিত ভলভো আজ তাদের XC40 Recharge ইলেকট্রিক গাড়ির নয়া এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। যা টপ ভ্যারিয়েন্টের তুলনায় প্রায় ৩ লাখ টাকা সস্তা। নতুন এই ভ্যারিয়েন্টের নাম XC40 Recharge Single। যার দাম ৫৪.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে মডেলটির টপ ভ্যারিয়েন্টের মূল্য ৫৭.৯০ লাখ টাকা (এক্স-শোরুম)।

XC40 Recharge-এর বেস ভ্যারিয়েন্ট লঞ্চ করল Volvo

XC40 Recharge-এ একটি মাত্র ইলেকট্রিক মোটর। সে কারণেই এর নামকরণ করা হয়েছে ‘সিঙ্গেল’ (Single)। এখন এই মডেলটির বুকিং চলছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অথবা ডিলারশিপ থেকে এটি বুক করা যাচ্ছে। বেঙ্গালুরুর নিকটে হোসাকোটে'র কারখানায় গাড়িটির অ্যাসেম্বলি শুরু হবে।

সংস্থার তরফে দাবি করা হয়েছে, Volvo XC40 Recharge Single ভারিয়েন্টটি ফুল চার্জে ৪৭৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। আবার ICAT টেস্টিংয়ে দেখা গেছে, এটি সম্পূর্ণ চার্জে ৫৯২ কিলোমিটার পথ ছুটতে সক্ষম। গাড়িটি সর্বোচ্চ ২৩৮ এইচপি শক্তি এবং ৪২০ এমএম টর্ক উৎপন্ন করবে। ০-১০০ কিমি/ঘন্টার গতি তুলতে সময় নেয় ৭.৩ সেকেন্ড। টপ স্পিড প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার।

Volvo XC40 Recharge Single-এ দেওয়া হয়েছে ৬৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। এতে আট বছর অথবা ১.৬০ কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে কোম্পানি। ৫০০ কেজি ওজনের গাড়িটির সাথে একটি ১১ কিলোওয়াট ওয়াল বক্স চার্জার অফার করা হয়েছে। ভলভো জানিয়েছে, গত বছর মোট ৫১০ জন ভারতীয় মডেলটি বাড়ি নিয়ে এসেছেন। যা সংস্থার মোট বেচাকেনার ২৮ শতাংশ।

Show Full Article
Next Story