Joy Nemo Electric Scooter

প্রতিদিন যাতায়াতের জন্য সেরা ইলেকট্রিক স্কুটার, মাত্র ১৭ টাকা খরচে চলবে ১০০ কিমি

শহরাঞ্চলের মধ্যে যাতায়াত করার জন্য চলে এল নতুন ইলেকট্রিক স্কুটার Wardwizard Joy Nemo। দাম ১ লাখের কম। ফুল চার্জে পাওয়া যাবে ১৩০ কিলোমিটার রেঞ্জ।

Suvrodeep Chakraborty 15 Dec 2024 4:11 PM IST

লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটার Wardwizard Joy Nemo। এই দু’চাকাটি এনেছে Wardwizard Innovations & Mobility লিমিটেড। স্কুটারটির দাম ১ লক্ষ টাকার কম। এক্স-শোরুম দাম শুরু ৯৯,০০০ টাকা থেকে। তবে এই মূল্য সীমিত সময়ের জন্য থাকবে বলে জানিয়েছে কোম্পানি। ভবিষ্যতে এটির দাম বাড়তে পারে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বুকিং। ছোট ট্রিপ, অফিস, স্কুল, কলেজ, বাজার-দোকান করার জন্য বিবেচনা করা যেতে পারে এই ইলেকট্রিক স্কুটার।

Joy Nemo ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ও ব্যাটারি ক্যাপাসিটি

এটির ফুল চার্জে রেঞ্জ ১৩০ কিলোমিটার। স্কুটারে রয়েছে BLDC মোটর, যার ক্যাপাসিটি ১৫০০ ওয়াট এবং রয়েছে ৩ স্পিড মোটর কন্ট্রোলার। এতে রয়েছে ৭২ ভোল্ট, ৪০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। পাওয়া যাবে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এটির ইকো রাইডিং মোডে ১৩০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।

স্কুটারের সর্বোচ্চ গতি ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সিলভার এবং হোয়াইট, এই দুই রংয়ে পাওয়া যাবে স্কুটারটি। ভালো রাইডিং অভিজ্ঞতা দিতে, এটির সামনে রয়েছে টেলিস্কপিক সাসপেনশন এবং পিছনে রয়েছে ডুয়াল শক অ্যাবসর্বার সাসপেনশন। স্কুটারের দু’প্রান্তেই রয়েছে হাইড্রলিক ডিস্ক। পাওয়া যাবে কম্বি ব্রেকিং সিস্টেম।

Joy Nemo ইলেকট্রিক স্কুটারের ফিচার্স

কোম্পানির দাবি, এই স্কুটারে প্রতি কিমি চালাতে খরচ ১৭ পয়সা। এতে একগুচ্ছ ফিচার্সও দিয়েছে কোম্পানি। মিলবে LED লাইট, ৫ ইঞ্চি কালার TFT ডিসপ্লে, স্মার্ট ক্যান এনেবেল ব্যাটারি সিস্টেম, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি (অ্যান্ড্রয়েড ও iOS), রিয়েল টাইম ট্র্যাকিং, ক্লাউড পরিষেবা, USB চার্জিং পোর্ট এবং রিভার্স অ্যাসিস্ট।

Show Full Article
Next Story