ভারতীয় ইলেকট্রিক বাইক ও স্কুটার নির্মাতা WardWizard সিঙ্গাপুরে গবেষণা কেন্দ্র খুলছে

ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড Joy e-bike এর নির্মাতা WardWizard Innovations and Mobility Ltd. তাদের প্রথম...
techgup 15 Sept 2022 11:39 PM IST

ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড Joy e-bike এর নির্মাতা WardWizard Innovations and Mobility Ltd. তাদের প্রথম আন্তর্জাতিক R&D ( Research and Development) কার্যালয়, ভারতবর্ষের বাইরে স্থাপন করতে অগ্রসর হয়েছে। এক্ষেত্রে তারা Ward Wizard Global Pvt Ltd নামে সিঙ্গাপুরে তাদের আন্তর্জাতিক হেডকোয়ার্টার স্থাপন করতে চলেছে। গতকাল সংস্থার তরফে জানানো হয় বিশ্ব জুড়ে বেড়ে চলা বৈদ্যুতিক গাড়ির চাহিদা পূরণ ও তার সুরক্ষার দিকটি উন্নতিকরণের জন্য এই পদক্ষেপ।

সংস্থার লক্ষ্য এর ফলে দুই, তিন ও চার চাকার বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিগত উন্নতির স্বার্থে গবেষণাকে পাখির চোখ করে এগিয়ে চলা হবে। আগামীতে তাদের লক্ষ্য ব্যাটারির কেমিস্ট্রি প্যাকেজ অ্যাসেম্বলি, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, মোটর এবং বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত অন্যান্য যন্ত্রাংশের উপরও গবেষণার মাধ্যমে নতুন সন্ধান তৈরি করা। সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে নতুন ধরনের ব্যাটারির তৈরির মাধ্যমে সেফটি বিষয়টিকে আরো গুরুত্বসহকারে দেখা হবে।

WardWizard এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ইয়াতিন গুপ্তে বলেন, "অচিরাচরিত শক্তি উৎসের উপর নির্ভরশীল হয়ে আগামীতে গোটা বিশ্বের মবিলিটি সেক্টরের ব্যাপক উন্নতি হবে। এই সেক্টরের বৈদ্যুতিকরণ এর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত এক রাস্তা তৈরি হবে। আমাদের সংস্থা গাড়ির এই সেক্টরকে বৈদ্যুতিক মাধ্যমে পরিবর্তন করা এবং তার জন্য গ্রাহকদের হাতে সেরা প্রোডাক্ট তুলে দেওয়ার জন্য দায়বদ্ধ। এই কাজে সিঙ্গাপুরে তৈরি রিসার্চ এবং ডেভেলপমেন্টের কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে"।

প্রসঙ্গত, সিঙ্গাপুর কেন্দ্রিক Sunkonnect সংস্থা এর নলেজ (Knowledge) পার্টনার হিসেবে দায়িত্বভার সামলাবে। তাছাড়াও এই কেন্দ্রের সমস্ত ধরনের কাজকর্মের প্রধান হিসেবে নিযুক্ত থাকবেন লক্ষণ গুড়াজাদা। তার তত্ত্বাবধানে এই সংস্থা বিশ্বের ৩০ জন তাবড় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারকে বৈদ্যুতিক গাড়ি নিয়ে নতুন ডিজাইন ও প্রযুক্তি তৈরির জন্য নিযুক্ত করবে। নতুন ধরনের মডেল নিয়ে গবেষণার কাজও করবে তারা।

Show Full Article
Next Story