গুগলে উঠছে প্রশ্নের ঝড়, বাজাজের শোরুমে গেলে কি Bajaj-Triumph বাইক পাওয়া যাবে?

ভারতের বাজারে মাঝারি ওজনের প্রিমিয়াম টু-হুইলারের চাহিদা তুঙ্গে। যা দেখে ট্রায়াম্ফ-বাজাজ (Triumph-Bajaj) সংস্থাদ্বয়...
SUMAN 7 July 2023 2:04 PM IST

ভারতের বাজারে মাঝারি ওজনের প্রিমিয়াম টু-হুইলারের চাহিদা তুঙ্গে। যা দেখে ট্রায়াম্ফ-বাজাজ (Triumph-Bajaj) সংস্থাদ্বয় এদেশে Speed 400 ও Scrambler 400X লঞ্চ করে বর্তমানে আলোচনার মধ্যমণি হয়ে উঠেছে। মোটরসাইকেল দুটির দর্শনীয় কারিকুরি ও সাশ্রয়ী মূল্যের কারণে অনেক ক্রেতাই এটি কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বর্তমানে ট্রায়াম্ফের ডিলারশিপ এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে ২,০০০ টাকার বিনিময়ে বুকিং করা যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, তবে কি বাজাজের শোরুম থেকেও Speed 400 ও Scrambler 400X কেনা যাবে? এই প্রশ্নের সন্ধান পেতে প্রতিবেদনের শেষ পর্যন্ত চোখ রাখুন।

Triumph Speed 400 ও Scrambler 400X : কীভাবে বুকিং করবেন

ট্রায়াম্ফ-বাজাজ যৌথ উদ্যোগে লঞ্চ করা মোটরসাইকেল দুটি এদেশে বাজাজের চাকানের কারখানায় তৈরি হবে। যেগুলি কেবলমাত্র ট্রায়াম্ফের ডিলারশিপ থেকেই বিক্রি করা হবে। অর্থাৎ বাইক দুটি বাজাজের শোরুম থেকে বিক্রি হবে না। ভারতে ব্রিটিশ সংস্থাটির হাতেগোনা কয়েকটি ডিলারশিপ রয়েছে। যার সংখ্যা মাত্র ১৫টি। তাই ২০২৪-এর মার্চের মধ্যে ৮০টি শহরে ১০০টি শোরুম উদ্বোধনের পরিকল্পনার কথা ইতিমধ্যেই জানিয়েছে ট্রায়াম্ফ।

Triumph Speed 400 ও Scrambler 400X : ইঞ্জিন স্পেসিফিকেশন ও দাম

Speed 400 ও Scrambler 400X উভয় বাইকেই একটি নতুন TR-সিরিজ ইঞ্জিন দেওয়া হয়েছে। এর ৩৯৮.১৫ সিসি, লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেক্টটেড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ৮,০০০ আরপিএম গতিতে ৩৯.৫ বিএইচপি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৩৭.৫ এনএম টর্ক উৎপাদিত হবে। সঙ্গে স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ সমেত ৬-স্পিড গিয়ারবক্স উপলব্ধ।

Speed 400-এর দাম ২.৩৩ লক্ষ টাকা এক্স-শোরুম ধার্য করেছে ট্রায়াম্ফ। তবে প্রথম দশ হাজার ক্রেতার হাতে ২.২৩ লক্ষ টাকায় বাইকটির চাবি তুলে দেওয়া হবে। অন্যদিকে Scrambler 400X-এর মূল্য আগামী অক্টোবর মাসে ঘোষণা করবে বলে জানিয়েছে সংস্থা। Speed 400-এর ডেলিভারি এই মাস থেকেই শুরু হতে চলেছে।

Show Full Article
Next Story