নজরে চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি, বিপুল টাকা ব্যয়ে নতুন কোম্পানি কিনছে Xiaomi

ফোনের পর এবার যে "স্মার্ট ইলেকট্রিক কার'-এ হাতেখড়ি করতে চলেছে শাওমি (Xiaomi), ইতিমধ্যেই কোম্পানির তরফ থেকে সেই বিষয়ে...
SHUVRO 26 Aug 2021 5:16 PM IST

ফোনের পর এবার যে "স্মার্ট ইলেকট্রিক কার'-এ হাতেখড়ি করতে চলেছে শাওমি (Xiaomi), ইতিমধ্যেই কোম্পানির তরফ থেকে সেই বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আগামী দশ বছরে এই খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে শাওমি। স্মার্টফোনের মতো বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় যাতে সাফল্য পাওয়া যায়, সে জন্য সুচিন্তিত পদক্ষেপ ধরেই এগোচ্ছে সংস্থাটি। বৈদ্যুতিক গাড়ি এবং স্বয়ংক্রিয় সঞ্চালন ব্যবস্থা (সেল্ফ-ড্রাইভিং প্রযুক্তি) - এই দুই বিষয় শাওমির নজরে। তাই ড্রাইভার অ্যাসিট্যান্স সফটওয়্যার প্রস্তুতকারী এক স্টার্টআপ কোম্পানি, ডিপমোশন (Deepmotion) অধিগ্রহণের করছে শাওমি।

অটোনোমাস ড্রাইভিং টেকনোজিতে বিশেষ সাফল্য পাওয়া ডিপমোশন-এর অধিগ্রহণের অর্থ নেহাত কম নয়। ৭৭.৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫,৭৪৪ কোটি টাকা) খরচ করে ডিপমোশন-এর মালিকানা নিজের হাতে নিচ্ছে শাওমি। শিপমেন্টের নিরিখে আমেরিকান টেক জায়েন্ট অ্যাপল (Apple)-কে পিছনে ফেলেছে তারা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা হিসেবে উঠে এসেছে শাওমি। আবার এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রত্যাশার চেয়েও বেশি বিক্রি হয়েছে শাওমির ফোন. এই প্রেক্ষাপটে চাইনিজ টেক জায়ান্টটির পক্ষ থেকে নতুন কোম্পানি অধিগ্রহণের ঘোষণা এল।

শাওমির সিইও এবং প্রতিষ্ঠাতা, লেই জুন (Lei Jun) বর্তমানে কোম্পানির বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন। এ নিয়ে অবশ্য লুকাছুপা নেই শাওমির। সম্প্রতি জুন তাঁর ওয়েইবো (Weibo) অ্যাকাউন্ট থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। তাতে বলা ছিল যে, শাওমি তাদের নিজস্ব অটোমোবাইল বিভাগের জন্য স্বয়ংক্রিয় ড্রাইভিং ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়োগ করছে।

"Xiaomi Autonomus Driving Department"-এ স্ব-চালিত গাড়ি প্রযুক্তি নিয়ে অভিজ্ঞতাসম্পন্ন মোট ৫০০ জনকে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সুতরাং, শাওমি যে তাদের  অটোনোমাস ইলেকট্রিক গাড়ির বিকাশে বিপুল টাকা বিনিয়োগে কার্পণ্য করতে চাইছে না, তা নতুন লোক নিয়োগ বা কোম্পানি কেনার মতো প্রতিটি পরিকল্পনায় স্পষ্ট হয়ে উঠছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story