Tesla-র মতো চালকবিহীন গাড়ি আনছে Xiaomi? নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে তুঙ্গে জল্পনা
স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপের এবার চালকবিহীন গাড়িই আনছে শাওমি (Xiaomi)। আগেই স্মার্ট ইলেকট্রিক গাড়ির ব্যবসায় নামার...স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপের এবার চালকবিহীন গাড়িই আনছে শাওমি (Xiaomi)। আগেই স্মার্ট ইলেকট্রিক গাড়ির ব্যবসায় নামার কথা শাওমির তরফে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঠিক কী অর্থে স্মার্ট? এর সদুত্তর পাওয়া যায়নি। তবে সম্প্রতি শাওমির একটি নিয়োগের বিজ্ঞপ্তি নতুন করে সেই জল্পনা উস্কে দিয়েছে।
শাওমির কর্ণধার লেই জুন (Lei Jun) তার ওয়েইবো (Weibo) অ্যাকাউন্টে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভাগ করে নিয়েছেন। সেই বিজ্ঞপ্তিতে বলা আছে যে, শাওমি তাদের নিজস্ব অটোমোবাইল বিভাগের জন্য স্বয়ংক্রিয় ড্রাইভিং ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়োগ করছে।
এক বা দু'জন নয়। "Xiaomi Autonomus Driving Department"-এ স্ব-চালিত গাড়ি প্রযুক্তি নিয়ে অভিজ্ঞতাসম্পন্ন মোট ৫০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দিতে চায় শাওমি। বিজ্ঞাপন দেওয়া থেকেই স্পষ্ট যে শাওমি একটি স্বয়ং-চালিত গাড়ি তৈরি দিকেই এগোচ্ছে।
সিটবেল্ট বেঁধে বসে পড়তেই আপনা থেকে চলতে শুরু করবে গাড়ি। আপনাকে স্টিয়ারিংয়ে হাত দিতেই হবে না। গন্তব্য কোথায়, গাড়িকে সেটা জানিয়ে দিলেই হল। গাড়ির স্বয়ংক্রিয় সঞ্চালন ব্যবস্থা সেখানে আপনাকে পৌঁছে দেবে। এমনই অটোপাইলট প্রযুক্তি ইলন মাস্কের সংস্থা টেসলা (Tesla)-র বৈদ্যুতিক গাড়িকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে। এবার ইলন মাস্কের পদাঙ্ক অনুসরণ করে সেই পথ ধরেই এগোতে চাইছে স্মার্টফোন বাজার কাঁপানো লেই জুনের ব্র্যান্ড শাওমি।
প্রসঙ্গত, গত মার্চে শাওমি সরকারিভাবে ঘোষণা করেছিল, ব্যাটারিচালিত স্মার্ট গাড়ির ব্যবসায় নামছে তারা। বৈদ্যুতিক গাড়ি ও সেই সংক্রান্ত ব্যবসার জন্য এক সম্পূর্ণ মালিকানাধীন শাখা সংস্থা প্রতিষ্ঠার কথাও জানানো হয়। প্রাথমিকভাবে তাতে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে শাওমি। তবে শাওমির গাড়ি কবে বাজারে আসবে, তা অবশ্য স্পষ্ট নয় এখনও।