আমরা ভারতীয়রা শাওমির স্মার্টফোনের সঙ্গে বেশি পরিচিত। এমনটি এই প্রতিবেদন আমরা অনেকেই Redmi বা Mi ডিভাইসে পড়ছি। তবে চীনে শাওমি স্মার্টফোন থেকে স্মার্টওয়াচ, ভ্যাকুয়াম ক্লিনার থেকে এয়ার ফ্রায়ার সমস্ত কিছু তৈরি করে। এই শাওমি’ই 2021 সালে গাড়ি ব্যবসায় পা রাখার ঘোষণা করে চমকে দিয়েছিল। চলতি বছর থেকেই শুরু হয়েছে সংস্থার প্রথম ইলেকট্রিক গাড়ি, Xiaomi SU7-এর ডেলিভারি। ভারতেও সম্প্রতি প্রদর্শিত হয়েছে এটি। চলুন দেখে নিই, এই গাড়িতে কী কী স্পেশাল রয়েছে।
Xiaomi SU7 ফিচার্স
স্মার্টফোনের মতো গাড়িতেও ঠাসা ফিচার্স রেখেছে শাওমি। গাড়িটির সঙ্গে কোনও চাবি নেই। একটি এনএফসি কার্ড দিয়ে চালু করতে হয়। স্টিয়ারিং হুইলে হিটিং ফাংশন রয়েছে এবং সুইচ অন করলে 7.1 ইঞ্চির ফ্লিপ-আপ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আপনাকে অভ্যর্থনা জানাবে। ফ্রন্ট সিট ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ও ভেন্টিলেশন এবং হিটিং ফাংশন অফার করে।
16.1 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সংস্থার হাইপারওএস সফটওয়্যার দ্বারা পরিচালিত। অন্দরমহল অত্যন্ত উচ্চমানের। এছাড়া, ADAS বা অ্যাড্যাস (অ্যাডভান্স ড্রাইভের অ্যাসিসট্যান্স সিস্টেম) লেভেল 2 প্রযুক্তি চালককে গাড়ি চালতে সহায়তা করবে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা কমে যাবে। এর জন্য শাওমি এসইউ7 ম্যাক্সে 11টি হাই-ডেফিনেশন ক্যামেরা লাগানো আছে।
Xiaomi SU7 রেঞ্জ ও পাওয়ার
চীনে শাওমির বৈদ্যুতিক গাড়ি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। তবে ভারতে সংস্থা শুধুমাত্র Max ভার্সন এনেছে। এতে অল-হুইল ড্রাইভ ও ডুয়াল ইলেকট্রিক মোটর বর্তমান। টোটাল পাওয়ার আউটপুট 673 এইচপি ও 838 এনএম। এটি 2.78 সেকেন্ডে 0-100 কিলোমিটার স্পিড তুলতে সক্ষম। Xiaomi SU7 Max-এর 101kWh ব্যাটারি 800 কিলোমিটার রেঞ্জ দেবে বলে দাবি কোম্পানির।
দাম ও ভারতে কবে লঞ্চ হবে
Xiaomi SU7 বর্তমানে চীনে 2,15,900 ইউয়ান থেকে 2,99,900 ইউয়ানে উপলব্ধ, যা ভারতীয় মুদ্রায় 25.4 লক্ষ টাকা থেকে 35.3 লক্ষ টাকার সমান। শাওমি জানিয়েছে, এই মুহূর্তে তাদের অন্য কোনও দেশে লঞ্চের পরিকল্পনা নেই, অন্তত কয়েক বছরের জন্য। তবে ভবিষ্যতে গাড়িটি ভারতেও আসবে বলে আশা করা যায়।