Xiaomi SU7: 6 দিনেই লাখের বেশি বুকিং, বাজার কাঁপাচ্ছে শাওমির ইলেকট্রিক গাড়ি

বিশ্বের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা শাওমি বাজারে সদ্য তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। নাম – Xiaomi SU7 EV। লঞ্চ হয়েই বাজারে সাড়া ফেলে দিয়েছে চীনা…

বিশ্বের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা শাওমি বাজারে সদ্য তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। নাম – Xiaomi SU7 EV। লঞ্চ হয়েই বাজারে সাড়া ফেলে দিয়েছে চীনা সংস্থার এই গাড়ি। তার প্রমাণ মিলল এবার হাতেনাতে। লঞ্চ হওয়ার মাত্র 6 দিনের মধ্যেই গাড়িটির বুকিং 1 লক্ষ পার করেছে বলে জানিয়েছে টেক জায়েন্ট কোম্পানি। চীনের বাজারে এই গাড়ি Tesla ও BYD-র মনে ভয় ধরিয়ে দিচ্ছে।

উল্লেখ্য গত 28 মার্চ বেজিংয়ে অনুষ্ঠিত এক ইভেন্টে লঞ্চ হয়েছিল Xiaomi SU7 EV। দাম রাখা হয়েছিল ভারতীয় মুদ্রায় প্রায় 25 লাখ টাকা। এই ইলেকট্রিক সেডান গাড়ি ফুল চার্জে 700 কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করেছে শাওমি। পারফরম্যান্সের সাথেই এতে দেওয়া হয়েছে প্রচুর অত্যাধুনিক ফিচারের সম্ভার। আজ থেকে শাওমি তাদের এই গাড়ি ক্রেতাদের ডেলিভারি দেওয়া শুরু করেছে।

প্রথম ব্যাচে পাঁচ হাজার ইলেকট্রিক ভেহিকেল উৎপাদন করেছে শাওমি। পরবর্তী ক্রেতাদের এই গাড়ি ডেলিভারি পেতে সাত মাস বা তারও বেশি সময় অপেক্ষা করতে হবে। কারণ গাড়িটির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ওয়েটিং পিরিয়ড চার থেকে সাত মাস হবে বলে জানিয়েছে শাওমি।

Xiaomi SU7 কিন্তু দামের দিক থেকে Tesla Model 3-কে লজ্জায় ফেলেছে। ভরপুর ফিচারস থাকা সত্ত্বেও এটি তুলনামূলক সস্তার। মূল্যের বিচারে এটি Tesla Roadster-এর সমতুল্য। চৈনিক সংস্থার এই মডেলটি চার ভ্যারিয়েন্টে হাজির হয়েছে। যথা – Entry level version, Pro variant, Max version ও limited Founders Edition।

Xiaomi SU7 : পারফরম্যান্স

Xiaomi তাদের SU7 EV প্রতি ঘন্টায় সর্বোচ্চ 265 কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। এর টপ-এন্ড Max ভার্সনটি 0-100 কিমি/ঘন্টার গতি তুলতে 2.78 সেকেন্ড সময় নেবে। ফুল চার্জে রেঞ্জ 810 কিলোমিটার। আবার লিমিটেড Founders Edition-এ ডুয়েল মোটর, 4 হুইল ড্রাইভ পাওয়ারট্রেন অফার করা হয়েছে। 986 বিএইচপি শক্তি উৎপাদনে সক্ষম এই মডেলটি 0-100 কিমি/ঘন্টার গতি 1.98 সেকেন্ডে তুলবে।

Xiaomi SU7 – ব্যাটারি ও চার্জিং

CATL-এর থেকে দু’ধরণের ব্যাটারি সমেত ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করেছে শাওমি। এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে 73.6 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। আবার টপ-এন্ড ভ্যারিয়েন্টে উপলব্ধ একটি 101 কিলোওয়াট আওয়ার ব্যাটারি। ফুল চার্জে এটি ন্যূনতম 700 কিলোমিটার রেঞ্জ দেবে। অনুমান করা হচ্ছে আগামী বছর শাওমি তাদের এই গাড়ির 150 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমেত আনবে। এর রেঞ্জ হবে 1,200 কিলোমিটার।

ইভি মডেলটি আল্ট্রা ফাস্ট চার্জিং সমর্থন করে। শাওমির দাবি, তাদের 486V আর্কিটেকচার 15 মিনিটে 350 কিলোমিটার পথ ছোটার মতো চার্জ করে দেবে। আবার বৃহত্তর 871V আর্কিটেকচার ওই একই সময়ে 510 কিলোমিটার পথ চলার মত শক্তি প্রদান করবে। প্রসঙ্গত, শাওমির এই গাড়ি এদেশে আসবে কিনা তা এখনও জানা যায়নি।