Xiaomi SU7: রাত পোহালেই ভারতে আসছে শাওমির ইলেকট্রিক গাড়ি, উন্মাচনা চরমে

আগামীকাল ভারতে আসছে শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ি। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে লঞ্চ নয়, কেবল...
SUMAN 8 July 2024 6:38 PM IST

আগামীকাল ভারতে আসছে শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ি। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে লঞ্চ নয়, কেবল প্রদর্শনের উদ্দেশেই এদেশে বৈদ্যুতিক গাড়িটি নিয়ে আসবে শাওমি। চীনে এসইউ৭ নাম ওই ইভি-র ডেলিভারি গত মার্চ থেকে শুরু হয়েছে। অটোমোটিভ সেক্টরে ১০ বিলিয়ন ডলার লগ্নির পরিকল্পনা করে রেখেছে চাইনিজ টেক জায়ান্টটি।

শাওমির ইলেকট্রিক গাড়ি এসইউ৭ ভারতে উন্মোচিত হবে আগামীকাল

শাওমি এসইউ৭ ইলেকট্রিক গাড়ির বেস মডেলের দাম ৩০,০০০ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ। এটি চীনে টেসলা মডেল ৩-র বেস মডেলের থেকে প্রায় ৩.৩ লক্ষ টাকা সস্তা। শাওমির গাড়িটি দুই ভার্সনে উপলব্ধ। একটি ভ্যারিয়েন্ট ফুল চার্জে ৬৬৮ কিলোমিটার রাস্তা চলতে পারে। অপরটির রেঞ্জ ৮০০ কিলোমিটার। ফলে রেঞ্জ ও পারফরম্যান্স ক্রেতারা চাহিদা অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

শাওমির ইলেকট্রিক সেডানটি প্রতি ঘন্টায় ২৬৫ কিলোমিটার স্পিড তুলতে সক্ষম। আবার ৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি পৌঁছতে পারে। ফলে এটির ক্ষমতা স্পোর্টস কারের সমতুল্য। গাড়িটির সবচেয়ে পাওয়ারফুল ফোর-হুইল ড্রাইভ ভার্সনে ডুয়াল মোটর বর্তমান, যা সম্মিলিতভাবে ৬৬৪ এইচপি ও ৮৩৮ এনএম টর্ক উৎপাদন করে।

আগামীকাল বেঙ্গালুরুতে একটি ইভেন্টে উন্মোচিত হবে শাওমি এসইউ৭ ইভি। সংস্থার লক্ষ্য, স্মার্টফোনের বাইরেও অত্যাধুনিক পণ্যের প্রদর্শন। সূত্রের খবর, সেখানে বেশ কিছু নতুন হোম অ্যাপ্লায়েন্স সামনে আনার পরিকল্পনা করছে সংস্থা। পাশাপাশি কালকের ইভেন্টে নতুন ক্যাটাগরিতে ঢোকার ঘোষণাও করতে পারে তারা।

Show Full Article
Next Story