Xiaomi SU7: শাওমির প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হল, এক চার্জে 800 কিমি যাবে, দাম কত
চীনের বিখ্যাত স্মার্টফোন নির্মাতা শাওমি (Xiaomi) আজ ২৮ ডিসেম্বর ইভি টেকনোলজি লঞ্চ ইভেন্টে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি...চীনের বিখ্যাত স্মার্টফোন নির্মাতা শাওমি (Xiaomi) আজ ২৮ ডিসেম্বর ইভি টেকনোলজি লঞ্চ ইভেন্টে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি SU7 আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করল। এতদিন স্মার্টফোন, ল্যাপটপ, হেডফোন সহ নানা বৈদ্যুতিন পণ্য নির্মাণ করলেও, এবার অটোমোবাইলের জগতে পথ চলা শুরু করল চাইনিজ টেক জায়েন্টটি। SU7 স্পোর্টস কারের কাঁধে ভর করে তারা টেসলা সহ বর্তমানে বিশ্বের ইলেকট্রিক ভেহিকেল হেভিওয়েটদের বেগ দেবে বলেই বিশ্বাস শাওমির।
Xiaomi SU7 ইলেকট্রিক গাড়ি উন্মোচিত হল
রাস্তায় ঝড়ের গতিতে ছুটবে শাওমির এই বৈদ্যুতিক গাড়ি। প্রতি ঘন্টায় ২৬৫ কিলোমিটার টপ স্পিড তুলতে সক্ষম। দেখতে অনেকটা পোর্শার মতো। শাওমির কর্ণধার লেই জুন বলেছেন, ক্রেতাদের মনের বাসনা সম্পূর্ণ পূরণ করতেই এই গাড়িটি ডিজাইন করা হয়েছে। লুক এবং পারফরম্যান্সের দিক থেকে চার দরজার সেডানটি Tesla Model S-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করবে। SU-এর পুরো অর্থ স্পিড আলট্রা বলে জানান তিনি।
SU7 দুই ধরনের কনফিগারেশনে হাজির করেছে শাওমি। এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টে ৭৩.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং এর টপ-লাইন ভ্যারিয়েন্টে ১০১ কিলোওয়াট ব্যাটারি প্যাক রয়েছে। ফুল চার্জে গাড়িটি ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম বলে দাবি সংস্থার। ২০২৫-এর শেষে কোম্পানি V8 নামে গাড়িটির একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করবে। যাতে থাকবে একটি ১৫০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এটি থেকে ১,২০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে।
V6 ও V6S – এই দু’ধরনের মোটর থেকে যথাক্রমে ২৯৯ এইচপি এবং ৩৭৪ এইচপি আউটপুট মিলবে। পিক টর্ক ৬৩৫ এনএম। ভ্যারিয়েন্ট অনুযায়ী প্রতি ঘন্টায় ২১০ থেকে ২৬৫ কিলোমিটার গতি তুলবে Xiaomi SU7। হাই-এন্ড ভ্যারিয়েন্টটি মাত্র ২.৭৮ সেকেন্ডেই ঘন্টা প্রতি ০-১০০ কিলোমিটার গতি তুলতে পারবে। আর ২০০ কিমিতে পৌঁছতে সময় লাগবে ১০.৬৭ সেকেন্ড।
উচ্চ রিজোলিউশন ক্যামেরা, লিডার, আল্ট্রাসনিক এবং রাডার ব্যবহার করে অটোনোমাস ড্রাইভিং ফিচার অফার করবে গাড়িটি। ক'মাসের মধ্যেই চীনের বাজারে চলে আসবে এটি। দাম অবশ্য এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি শাওমি। ভারতে আসবে কিনা সে বিষয়েও কিছু বলেনি সংস্থা।