গাড়ির বাজারে শাওমির নতুন চমক, সিটবেল্ট বেঁধে বসলেই ছুটবে ২৫০ কিমির বেশি স্পিডে!
Xiaomi SU7 ইলেকট্রিক গাড়ির পর আরও এক নতুন ইভি প্রকাশ করল চিনের সংস্থা। সর্বোচ্চ ২৫৩ কিমি গতি-সহ নতুন YU7 গাড়ি প্রকাশ হল বাজারে।
ইলেকট্রিক গাড়ির বাজারে আরও এক চমক দিতে প্রস্তুত Xiaomi। শীঘ্রই লঞ্চ হতে চলেছে YU7 ইলেকট্রিক গাড়ি। এটির সর্বোচ্চ গতি ২৫৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। এটি কোম্পানির প্রথম গাড়ি SU7 লাইনআপে যোগ দেবে। ভারতে এই গাড়ির একাধিক প্রদর্শন হলেও, আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়নি। অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি হিসাবে চিনে আত্মপ্রকাশ করতে চলেছে এই Xiaomi YU7।
এটি চিনের বাজারে ২০২৫ সালে লঞ্চ হতে পারে। চলতি বছর মার্চে লঞ্চ হয়েছে SU7 ইলেকট্রিক গাড়ি। তার এক বছর পূর্তি উপলক্ষে নতুন ইভি আনতে পারে শাওমি। যত দিন যাচ্ছে, তত গ্লোবাল মার্কেটে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। সেই জোগান দিতে মুখ্য ভূমিকা পালন করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছে শাওমি।
ইলেক্ট্রনিক্স প্রস্তুতকারক হিসাবে এতদিন পরিচয় পেয়ে এসেছে শাওমি। এবার গাড়ি বাজারে সেই ধারা বজায় রাখার চেষ্টা করছে কোম্পানিটি। উল্লেখ্য, নতুন শাওমি YU7 ইলেকট্রিক গাড়ি, টেসলাকে টক্কর দিতে পারে। বেজিংয়ে কোম্পানির কারখানায় তৈরি করা হচ্ছে নতুন মডেল। ইতিমধ্যে চিনের সংশ্লিষ্ট দফতরে গাড়ির স্পেসিফিকেশন ও ডিজাইন জমা করেছে শাওমি।
জানা গিয়েছে, SU7-কে মনে করাবে এমন স্টাইলিং ও ডিজাইন থাকবে গাড়িতে। যার মধ্যে উল্লেখযোগ্য LED হেডল্যাম্প, নোস সেকশন ও বাম্পার। উক্ত গাড়ির থেকে বড় এয়ার ইন্টেক থাকবে YU7 গাড়িতে। এখনও পর্যন্ত চার চাকার বিস্তারিত স্পেসিফিকেশন ও ফিচার্স সামনে আনেনি শাওমি। তবে জানা গিয়েছে, এই গাড়ির সর্বোচ্চ গতি হতে পারে ২৫৩ কিমি প্রতি ঘণ্টা।
অন্যদিকে, ৩৫০ কিমি প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতি রয়েছে শাওমি SU7 Ultra গাড়িতে। এখন দেখার বিষয়, ইলেকট্রিক গাড়ির বাজারে আলোড়ন ফেলার জন্য কী কী আধুনিক ফিচার্স ও রেঞ্জ নিয়ে বাজারে নামে শাওমি YU7 ইলেকট্রিক সেডান।
Xiaomi SU7 ইলেকট্রিক গাড়ির পর আরও এক নতুন ইভি প্রকাশ করল চিনের সংস্থা। সর্বোচ্চ ২৫৩ কিমি গতি-সহ নতুন YU7 গাড়ি প্রকাশ হল বাজারে।