Yamaha Blue Square: গ্রাহক সন্তুষ্টিতে শীর্ষে, ভারতে 300টি শোরুম খুলে ইয়ামাহার নজির
ভারতে মোটরসাইকেলের ব্যবসা সম্প্রসারণে অতি তৎপর ইয়ামাহা মোটর ইন্ডিয়া (Yamaha Motor India)। একসময় এদেশে প্রিমিয়াম টু...ভারতে মোটরসাইকেলের ব্যবসা সম্প্রসারণে অতি তৎপর ইয়ামাহা মোটর ইন্ডিয়া (Yamaha Motor India)। একসময় এদেশে প্রিমিয়াম টু হুইলার বিক্রির জন্য প্রিমিয়াম শোরুম ব্লু স্কোয়ার (Blue Square) লঞ্চ করেছিল সংস্থা। এতদিনে ভারতে সেই শোরুমের সংখ্যা ৩০০-তে পৌঁছেছে। সংস্থার কাছে যা নিঃসন্দেহে একটি নতুন মাইলফলক। এই ব্লু স্কোয়ার শোরুম থেকে ক্রেতাদের প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করে থাকে সংস্থা।
Yamaha ভারতে ৩০০ তম ব্লু স্কোয়ার শোরুম উদ্বোধন করল
উল্লেখ্য, ২০১৮-তে ‘Call of the Blue’ নামে অভিযান চালু করেছিল ইয়ামাহা। ব্লু স্কোয়ার শোরুম তারই একটি অংশ, যার প্রথম স্টোরটি ২০১৯-এ উদ্বোধন করা হয়েছিল। ইয়ামাহা'কে অন্যভাবে উপস্থাপন করতে এই ডিলারশিপে রয়েছে ব্লু থিম। এর আওতায় সংস্থা সম্প্রতি দুটি মডেল লঞ্চ করেছে – R3 ও MT-03। এছাড়া এই শোরুম থেকে আরও একাধিক টু হুইলার বিক্রি করা হয় – Aerox 155, YZF-R15, YZF-R15S, MT-15 V2, FZS-Fi V4, FZS-Fi V3, FZ-Fi V3 এবং FZ-X।
উপরিউক্ত টু হুইলারগুলি ছাড়াও আরও তিনটি হাইব্রিড স্কুটার ব্লু স্কোয়ার শোরুম থেকে বিক্রি করে ইয়ামাহা। এগুলি হল – Fascino 125 FI Hybrid, Ray ZR 125 FI Hybrid এবং Ray ZR Street Rally 125 FI Hybrid। এছাড়া এই শোরুমে ইয়ামাহার কিছু এক্সক্লুসিভ রেঞ্জের অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ ডিসপ্লে করা থাকে।
মোট ৩০০টি ব্লু স্কোয়ার শোরুমের মধ্যে ১২৯টিই রয়েছে দক্ষিণ ভারতে, ৮১টি পূর্ব ভারতে, ৫৪টি পশ্চিম ভারতে এবং ৩৭টি উত্তর ভারতে। এই প্রসঙ্গে সংস্থার চেয়ারম্যান ইশিন চিহানা বলেন, “Call of the Blue অভিযানের উল্লেখযোগ্য মাইলস্টোনের সাফল্য অর্জন করতে পারার ঘোষণা, আমাকে অনাবিল আনন্দ দিয়েছে। ৩০০ তম ব্লু স্কোয়ার শোরুম উদ্বোধন করতে পারা, ইয়ামাহার কাছে একটি তাৎপর্যপূর্ণ অর্জন।”