চাবি ছাড়াই অন হবে স্কুটার! একঝাঁক স্মার্ট ফিচার্সের সঙ্গে হাজির নতুন Yamaha Aerox 155
চুপিসারে ভারতের বাজারে Aerox 155-এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চের ঘোষণা করল ইয়ামাহা (Yamaha)। যার নাম Aerox Version S। নয়া...চুপিসারে ভারতের বাজারে Aerox 155-এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চের ঘোষণা করল ইয়ামাহা (Yamaha)। যার নাম Aerox Version S। নয়া মডেলটিতে রয়েছে একটি স্মার্ট কী এবং একগুচ্ছ নতুন ফিচার্স। দাম 1,50,600 টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় যা 3,300 টাকা বেশি। সিলভার এবং রেসিং ব্লু কালার অপশনে উপলব্ধ ইয়ামাহার এই ম্যাক্সি স্কুটার।
Yamaha Aerox Version S লঞ্চ হল ভারতে
বিশেষত্ব বলতে Aerox Version S-এ রয়েছে স্মার্ট কী। এতে অনেক ফিচার যোগ হয়েছে। যার মধ্যে অন্যতম প্রক্সিমিটি আনলক। এতে কোনরকম ম্যানুয়াল কী ব্যবহার ছাড়াই চালক তাঁর স্কুটারটি চালু করতে পারবেন। সঙ্গে দেওয়া হয়েছে ইমমবিলাইজার। ফলে স্মার্ট কী রেঞ্জের বাইরে চলে গেলে স্কুটারটি নিজে থেকেই লক হয়ে যাবে।
সর্বশেষ চমক হিসেবে Aerox Version S-এ রয়েছে কল ব্যাক ফিচার্স। এতে একটি বাটন পুশ করলে স্কুটারের ব্লিঙ্কার ব্লিঙ্ক করতে শুরু করবে। এর সাথেই শব্দ উৎপন্ন হবে। ফলে হাজারো ভিড়ের মধ্যে থেকেও নিজের স্কুটি চিনতে এতটুকু বেগ পেতে হবে না ব্যবহারকারীকে।
প্রসঙ্গত, Yamaha Aerox Version S-এ নতুন ফিচার যোগ হয়েছে ঠিকই কিন্তু পারফরম্যান্সে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এরোক্সের নতুন মডেল 155 সিসি লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে। এটি থেকে 8,000 আরপিএম গতিতে 15 পিএস শক্তি এবং 6,500 আরপিএম গতিতে 14.9 এনএম টর্ক উৎপন্ন হবে।