Yamaha Aerox 155 ম্যাক্সি-স্কুটারের স্পেশাল এডিশন মডেল লঞ্চ হল,বিশেষত্ব কি?

ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া Yamaha Aerox 155 ম্যাক্সি-স্কুটারের নতুন লিমিটেড এডিশন মডেল বাজারে এসেছে। ইন্দোনেশিয়ায় পা রাখা...
SHUVRO 8 Oct 2021 7:02 PM IST

ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া Yamaha Aerox 155 ম্যাক্সি-স্কুটারের নতুন লিমিটেড এডিশন মডেল বাজারে এসেছে। ইন্দোনেশিয়ায় পা রাখা সেই স্পেশাল এডিশন মডেলটির নাম World MotoGP 60th Anniversary এডিশন। গ্রান্ড পিক্স (Grand Pix) রেসিংয়ে ইয়ামাহার ৬০তম বর্ষ উদযাপিত করতেই Yamaha Aerox 155-এর নতুন মডেলটির আত্মপ্রকাশ ঘটেছে।

Yamaha Aerox 155 World MotoGP 60th Anniversary এডিশনে স্পেশাল কালার স্কিম রয়েছে। এতে সাদা পেইন্টের সাথে লাল ফ্রন্ট ফেন্ডার এবং সাইড প্যানেলে স্পিড ব্লক প্যাটার্ন দেওয়া হয়েছে। কমপ্লিট লুক দেওয়ার জন্য ফ্রন্ট কাউলে হলুদ রঙ এবং ব্রোঞ্জ কিলারের রিম রাখা হয়েছে।

এছাড়া ভারতে বিক্রিত Yamaha Aerox 155-এর স্পেসিফিকেশনের সাথে Yamaha Aerox 155 World MotoGP 60th Anniversary এডিশনের কোনও ফারাক নেই। ম্যাক্সি-স্কুটারটির ইঞ্জিন ১৫৫ সিসি-র। ভ্যারিয়েবেল ভালভ অ্যাকচুয়েশনের সাথে আসা এই লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের থেকে ১৪.৮ বিএইচপি পাওয়ার এবং ১৪ এনএম টর্ক পাওয়া যায়। 

ফিচারের দিক থেকে Yamaha Aerox 155 World MotoGP 60th Anniversary এডিশনের রয়েছে মোটর জেনারেটর সিস্টেম, অটোমেটিক স্টার্ট/স্টপ সিস্টেম, ৫.৮ ইঞ্চি ব্লুটুথ এনাবেল্ড এলসিডি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, এবং ইউএসবি চার্জার (অপশনাল)।

ভারতে Yamaha Aerox 155-এর স্পেশাল এডিশন মডেল হিসেবে Monster Energy Moto GP কালার স্কিম উপলব্ধ। ফলে ভারতে World MotoGP 60th Anniversary এডিশন এখনই লঞ্চ হবে না বলেই ধরে নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story