না কিনেও ইলেকট্রিক স্কুটার নিজের কাছে রেখে চালানোর সুযোগ দিচ্ছে Yamaha
ইয়ামাহা (Yamaha) দীর্ঘদিন ধরেই ইলেকট্রিক স্কুটার ভাড়ায় খাটানোর ব্যবসা চালুর বিষয়ে উৎসাহ দেখিয়ে আসছিল। এবার...ইয়ামাহা (Yamaha) দীর্ঘদিন ধরেই ইলেকট্রিক স্কুটার ভাড়ায় খাটানোর ব্যবসা চালুর বিষয়ে উৎসাহ দেখিয়ে আসছিল। এবার আনুষ্ঠানিকভাবে পরিষেবাটি জাপানে সূচনা করল সংস্থা। এর আগে পরীক্ষামূলকভাবে স্কুটার লিজে দেওয়ার প্রকল্প চালানো হয়েছিল। এক্ষেত্রে ইয়ামাহা তাদের E01 বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করবে। এবারে থেকে ক্রেতারা নির্দিষ্ট ডিলারশিপে গিয়ে না কিনেই স্কুটার নিজের কাছে রেখে ভাড়ায় ব্যবহার করতে পারবেন।
Yamaha ইলেকট্রিক স্কুটার লিজে দেওয়ার প্রকল্প শুরু করল
প্রথমেই Yamaha E01 ইলেকট্রিক স্কুটারের প্রসঙ্গে। এতে উপস্থিত একটি চার দশমিক নয় কিলোওয়াট আওয়ার ফিক্সড লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ৮.১ কিলোওয়াট মোটর। ইয়ামাহার দাবি, তাদের এই ই-স্কুটারটি সম্পূর্ণ চার্জে ১০৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করবে। এমনকি প্রয়োজনে ক্রেতাদের স্কুটারের সাথে একটি পোর্টেবল চার্জারও প্রদান করা হবে বলে ইয়ামাহা জানিয়েছে।
E01 ভাড়ায় নিতে Yamaha -এর শর্ত
Yamaha E01 ভাড়া নেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপ করেছে জাপানের সংস্থাটি। শর্তানুযায়ী যে ব্যক্তি এটি ভাড়ায় নেবেন, তাঁর বয়স ২০ বছর হতেই হবে, এবং একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যাবশ্যক। স্কুটারটির ফিচার এর তালিকায় রয়েছে এলসিডি কনসোল। যেখানে স্পিডোমিটার, ব্যাটারি গজ, ওডোমিটার, ক্লক, রাইডিং মোড, জিপিএস কানেকশন রিডআউট সহ অন্যান্য তথ্য ভেসে উঠবে।
E01-এর হার্ডওয়্যার হিসেবে টেলিস্কোপ ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার শক উপস্থিত। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে অ্যালয় হুইলের সাথে একটি সিঙ্গেল ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। ভারতে এমন ধরনের পরিষেবা ইয়ামাহা চালুর ব্যাপারে ভাবছে কিনা, তা জানা যায়নি।