পুজো উপলক্ষে বাম্পার অফার নিয়ে এল Yamaha, মাত্র 7,999 টাকায় নতুন বাইক

এবার পুজোর বাজার ধরতে নেমে পড়ল ইয়ামাহা। জাপানি সংস্থাটি বাম্পার ফেস্টিভ সিজন অফারের ঘোষণা করেছে। উৎসবের মরশুমে Yamaha...
SUMAN 25 Sept 2024 4:51 PM IST

এবার পুজোর বাজার ধরতে নেমে পড়ল ইয়ামাহা। জাপানি সংস্থাটি বাম্পার ফেস্টিভ সিজন অফারের ঘোষণা করেছে। উৎসবের মরশুমে Yamaha FZ-S Fi ও FZ Fi কিনলে অনেক টাকা সাশ্রয় করতে পারবেন ক্রেতারা। এই দুই মোটরসাইকেলে ৭,০০০ টাকা ক্যাশব্যাক অফার করছে কোম্পানি।

এছাড়াও, হাতে টাকা কম থাকলে সামান্য ডাউনপেমেন্ট করেও বাইকগুলি বাড়ি নিয়ে আসা যাবে। ইয়ামাহা ডাউন পেমেন্ট রেখেছে মাত্র ৭,৯৯৯ টাকা। এই অফার FZ-S Fi Version 4.0, FZ-S Fi Version 3.0 ও FZ Fi এর উপর প্রযোজ্য। যারা Yamaha FZ সিরিজের মোটরসাইকেল কেনার কথা ভাবছেন, তাদের কাছে কোম্পানির এই ফেস্টিভ সিজন ডিল স্বপ্নপূরণে করতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।

ক্যাশব্যাক থেকে পাওয়া অর্থ রাইডাররা ভাল মানের হেলমেট বা রাইডিং জ্যাকেটের মতো সেফটি গিয়ার কেনার পিছনে খরচ করতে পারেন। স্পেসিফিকেশন প্রসঙ্গে আসলে, Yamaha FZ-S Fi বাইকটিতে ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার হয়েছে। এটি ৭,২৫০ আরপিএম স্পিডে ১২.৩ হর্সপাওয়ার এবং ৫,৫০০ আরপিএমে ১৩.৩ এনএম টর্ক উৎপন্ন করে।

Yamaha FZ সিরিজের প্রতিটি মডেলে ফাইভ স্পিড গিয়ারবক্স পাওয়া যাবে। ফিচার্সের নিরিখে বেশ অত্যাধুনিক বলা চলে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের তালিকায় রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট সহ এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ও সিঙ্গেল চ্যানেল এবিএস।

Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms