Yamaha FZ-X ক্রোম এডিশন দেশে লঞ্চ হল, প্রথম 100 জনের জন্য আছে বিশেষ উপহার
ফেব্রুয়ারির শুরুতেই বাজার দখলের লড়াইতে নেমে পড়ল ইয়ামাহা (Yamaha)। ক্রেতাদের চমকে দিতে সংস্থাটি ভারতে তাদের একমাত্র...ফেব্রুয়ারির শুরুতেই বাজার দখলের লড়াইতে নেমে পড়ল ইয়ামাহা (Yamaha)। ক্রেতাদের চমকে দিতে সংস্থাটি ভারতে তাদের একমাত্র নিও-রেট্রো বাইক, FZ-X এর নয়া কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করার কথা ঘোষণা করল। আকর্ষণীয় ক্রোম কালারে স্কিমে হাজির হয়েছে ১৫০ সিসির মোটরসাইকেলটি। দাম রাখা হয়েছে ১.৪০ লাখ টাকা (এক্স-শোরুম)। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম ১০০ জন ক্রেতাকে বিশেষ উপহার দেবে তারা।
প্রথম ১০০ জন গ্রাহক যারা Yamaha FZ-X ক্রোম মডেলটি বুক করবেন, তাঁদেরকে দেওয়া হবে একটি Casio G-Shock হাত ঘড়ি। এটি বাইক ডেলিভারির সাথেই দেওয়া হবে। ইয়ামাহা ইন্ডিয়া জানিয়েছে, এই নতুন কালার ভ্যারিয়েন্ট সংযোজনের মূল উদ্দেশ্যই হচ্ছে তরুণ ক্রেতাদের আকৃষ্ট করা। মোটরসাইকেলটির হেডল্যাম্প ও ফুয়েল ট্যাঙ্ক সহ বিভিন্ন অংশে ক্রোম কালার স্কিমের উপস্থিতি দেখা গেছে। আর অন্যান্য অংশ ব্রাশ অ্যালুমিনিয়াম ও ব্ল্যাক দ্বারা শোভিত করা হয়েছে।
ইয়ামাহার অন্যান্য মডেলের মত হুইলেও রয়েছে গোল্ড টাচ। জানিয়ে রাখি, সাধারণত ২ লাখ টাকার বেশি দামের টু হুইলারে ক্রোমের স্পর্শ নজরে পড়ে, সেখানে ১.৪০ লাখ টাকাতেই ইয়ামাহা দিচ্ছে এই বৈশিষ্ট্য। FZ-X এর ক্রোম ভার্সনে কালারে আপডেট ব্যতীত কারিগরি ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এটি একটি ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জনে ছুটবে। এই একই ইঞ্জিন FZ-S এও রয়েছে। এটি থেকে ৭,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১২.২ বিএইচপি ক্ষমতা এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১৩.৬ এনএম টর্ক উৎপন্ন হয়।
সাসপেনশনের দায়িত্ব পালন করতে Yamaha FZ-X ক্রোম মডেলে উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রিয়ার মোনোশক ইউনিট। ব্রেকিং সিস্টেমের জন্য দু’চাকায় ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে। FZ-X এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে ফুল এলইডি হেড ল্যাম্প-টেল ল্যাম্প, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, , ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফাংশন ও ইউএসবি চার্জার।