Yamaha: চোখধাঁধানো লুকে মনস্টার বাইক লঞ্চ করল ইয়ামাহা, দেখলেই শিহরণ জাগবে

ইয়ামাহা (Yamaha) মোটোজিপি ইন্ডিয়া গ্র্যান্ড পিক্স শুরু হওয়ার আগে ভারতে তাদের একাধিক জনপ্রিয় মডেলের নতুন Monster Energy MotoGP Edition লঞ্চের ঘোষণা করল। YZF-R15M এবং MT-15…

ইয়ামাহা (Yamaha) মোটোজিপি ইন্ডিয়া গ্র্যান্ড পিক্স শুরু হওয়ার আগে ভারতে তাদের একাধিক জনপ্রিয় মডেলের নতুন Monster Energy MotoGP Edition লঞ্চের ঘোষণা করল। YZF-R15M এবং MT-15 V2.0 বাইক আর Ray ZR স্কুটারের স্পেশ্যাল এডিশন এনেছে সংস্থা। সাধারণ মডেলের সঙ্গে পরিবর্তন কেবলমাত্র কালার স্কিমে। কারিগরিতে কোনো রদবদল ঘটানো হয়নি।

Yamaha লঞ্চ করল Monster Energy MotoGP Edition

Yamaha YZF-R15M-এর Monster Energy Moto GP Edition-এর দাম ১,৯৭,২০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে MT-15 V2.0-এর মূল্য ১,৭২,৭০০ টাকা (এক্স-শোরুম) এবং Ray ZR 125 Fi Hybrid-এর দাম ৯২,৩৩০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

20230913 170423

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে মনস্টার এনার্জি ইয়ামাহা মোটোজিপি এডিশনের মডেলগুলি সংস্থার ব্লু স্কোয়ার আউটলেট থেকে উপলব্ধ হবে বলে জানানো হয়েছে। YZF-R15M ও MT-15 V2.0-এর ট্যাঙ্ক শ্রাউড, ফুয়েল ট্যাঙ্ক এবং সাইট প্যানেলে MotoGP Edition-এর নকশা ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে Aerox 155 ও Ray ZR স্কুটারের সমগ্র দেহ জুড়ে MotoGP-র কারুকার্য বর্তমান।

নতুন এডিশন লঞ্চের প্রসঙ্গে ইয়ামাহা মোটর ইন্ডিয়া গোষ্ঠীর চেয়ারম্যান ইশিন চিহানা বলেন, “ভারতে এমন অসংখ্য অনুরাগী রয়েছেন যারা ইয়ামাহার MotoGP Edition-এর স্বাদ পেতে চান। নতুন মডেলগুলি লঞ্চের ফলে ক্রেতাদের উদ্দীপনা আরও বাড়বে বলেই আমাদের বিশ্বাস।” প্রসঙ্গত, উপরে উক্ত টু-হুইলারগুলি ছাড়াও YZF-R155 V3, FZS-Fi V4.0, FZS-Fi V3.0, FZ-Fi V3.0, Fascino 125 Fi Hybrid , Aerox 155, FZ-25 ও FZ-X ভারতে বিক্রি করে ইয়ামাহা।