ইয়ামাহার নতুন বাইক কেনার জন্য টাকা রেডি করছেন? আমরাই বলে দেবো সস্তা কোথায়

বিশ্বে হাই-পারফরম্যান্স বাইকের দুনিয়ায় যতগুলি নামকরা সংস্থা রয়েছে তাদের মধ্যে Yamaha অন্যতম। ভারতেও নিজেদের সত্বাকে...
techgup 20 Dec 2023 7:08 PM IST

বিশ্বে হাই-পারফরম্যান্স বাইকের দুনিয়ায় যতগুলি নামকরা সংস্থা রয়েছে তাদের মধ্যে Yamaha অন্যতম। ভারতেও নিজেদের সত্বাকে এগিয়ে নিতে সম্প্রতি দুটি আলাদা স্পোর্টস বাইক এদেশের লঞ্চ করেছে তারা। প্রথমটি ফুল ফেয়ার্ড সুপারস্পোর্টস YZF-R3। এবং দ্বিতীয়টি স্ট্রিট ফাইটার স্টাইলের MT-03, যার দাম 4.59 লক্ষ টাকা (এক্স-শোরুম)। আমরা অনেকেই জানি, এই দাম রাজ্য কিংবা শহর বিশেষে পরিবর্তিত হয়। আপনিও কি Yamaha MT-03 এর অন-রোড মূল্য জানতে আগ্রহী। চলুন দেখে নিই দেশের দশটি শহরে বাইকটির অন-রোড দাম কত।

ভারতের দশটি শহরে Yamaha MT-03 এর অন-রোড মূল্য

মুম্বাই- 5,33,947 টাকা
বেঙ্গালুরু- 5,71,311 টাকা
পুনে- 5,33,947 টাকা
নভি মুম্বাই- 5,33,777 টাকা
হায়দ্রাবাদ- 5,33,947 টাকা
আমেদাবাদ- 5,06,353 টাকা
চেন্নাই- 5,24,749 টাকা
কলকাতা- 5,24,749 টাকা
চন্ডিগড়- 5,24,579 টাকা
দিল্লি- 5,15,551 টাকা

উপরের এই তালিকা থেকে এটা স্পষ্ট যে গুজরাতের আহমেদাবাদে Yamaha MT-03 সবচেয়ে কম খরচে কেনা সম্ভব। দক্ষিণের রাজ্য বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি পরিমাণ টাকা গুনতে হবে গ্রাহকদের। তবে বাইকটির অন-রোড মূল্য ডিলার কিংবা অবস্থান ভেদে পরিবর্তিত হতে পারে। সেই কারণে আপনার নিকটবর্তী ইয়ামাহার অথরাইজড ডিলারের কাছ থেকে দাম সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, Yamaha MT-03 এর এক্স-শোরুম মূল্য শুরু হয়েছে 4.59 টাকা থেকে। যুব সম্প্রদায়ের কাছে অতি জনপ্রিয় বাইক KTM 390 Duke-এর চেয়ে এটি 1.48 লাখ টাকা দামী। এমনকি এটি কিনতে হলে TVS Apache RTR 310 এর তুলনায় অতিরিক্ত প্রায় 2.16 লক্ষ টাকা খরচ করতে হবে আপনাকে। কমপ্লিটলি বিল্ড ইউনিট (CBU) হিসাবে ভারতে আসার কারণেই Yamaha MT-03 এর দাম এত বেশি।

পারফরম্যান্সের কথা বললে, Yamaha MT-03 এর প্যারালাল টুইন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে 41.4 বিএইচপি এবং 29.5 এনএম টর্ক তৈরি হয়। সঙ্গে যুক্ত ট্রান্সমিশন সিস্টেমে গিয়ারের সংখ্যা ছয়। এছাড়াও এলইডি ইলুমিনেশন, এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোলের মতো ফিচার উপলব্ধ থাকলেও বেশ কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য মিসিং। যেমন স্মার্টফোন কানেক্টিভিটি সংযুক্তিকরণ, কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, রাইড মোড। যা এই সেগমেন্টে অন্যান্য বাইকে দেখতে পাওয়া যায়।

Show Full Article
Next Story