এক চার্জে ঘুরবে গোটা শহর, নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির Yamaha, ভারতে আসবে?

জাপানি টু-হুইলার ব্র্যান্ড ইয়ামাহা (Yamaha) আন্তর্জাতিক বাজারে তাদের ইলেকট্রিক স্কুটার Neo’s-এর নতুন ভার্সন লঞ্চ করল। যাতে আপডেট হিসাবে নতুন কালার অপশন যোগ করা হয়েছে। অন্যান্য…

জাপানি টু-হুইলার ব্র্যান্ড ইয়ামাহা (Yamaha) আন্তর্জাতিক বাজারে তাদের ইলেকট্রিক স্কুটার Neo’s-এর নতুন ভার্সন লঞ্চ করল। যাতে আপডেট হিসাবে নতুন কালার অপশন যোগ করা হয়েছে। অন্যান্য তেমন উল্লেখযোগ্য কিছু পরিবর্তন ঘটানো হয়নি। এলইডি ডিআরএল এবং স্প্লিট এলইডি হেডল্যাম্প সহ আগের মতই আধুনিক স্টাইলিং দ্বারা সজ্জিত হয়ে এসেছে Yamaha Neo’s। পেছনের নম্বর প্লেট হোল্ডারে এলইডি লাইট যোগ হওয়ায় দর্শনে নতুন মাত্রা পেয়েছে।

2023 Yamaha Neo’s ব্যাটারি, রেঞ্জ ও মোটর

পাওয়ারট্রেনের প্রসঙ্গে বললে, ইয়ামাহা নিওস-এ উপস্থিত ইলেকট্রিক মোটর থেকে একটি ৫০ সিসি পেট্রল স্কুটারের সমতুল্য শক্তি উৎপন্ন হয়। এতে উপস্থিত একটি ২.০৩ কিলোওয়াট মোটর। যার সাথে রয়েছে একজোড়া রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি। সম্পূর্ণ চার্জে যেগুলি ৭০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেতে সহায়তা করে। আবার স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার।

2023 Yamaha Neo’s ফিচার্স

Yamaha Neo’s-এর ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় আট ঘন্টা সময় লাগে। শহরের রাস্তায় চলাচলের জন্য স্কুটারটি দারুণভাবে কার্যকর। এর ফিচারের তালিকায় উপস্থিত স্মার্টফোন কানেক্টিভিটি সহ একটি এলসিডি ডিসপ্লে। যেখানে ব্যাটারি স্টেটাস, রুট ট্র্যাকিং, কল এবং মেসেজ দেখা যায়।

এদিকে ইয়ামাহা ভারতে ইতিমধ্যেই তাদের Neo’s ই-স্কুটারটির প্রদর্শন করেছে। যদিও ভারতে এর লঞ্চের সময়কাল সম্পর্কে মুখ খোলেনি সংস্থা। অনুমান করা হচ্ছে, ভারতীয় ভূখণ্ডের জন্য উপযুক্ত মডেল হিসেবে তৈরি Neo’s-কে ২০২৪-এর শুরুতে লঞ্চ করা হবে।