ভারতের প্রথম ডুয়েল চ্যানেল এবিএস স্কুটার আনতে চলেছে Yamaha? তুঙ্গে জল্পনা
স্টাইলিশ টু হুইলার পছন্দ করেন এমন ক্রেতাদের জন্য সদা তৎপর ইয়ামাহা (Yamaha)। ক্রেতাদের উদ্দীপনায় যাতে ভাটা না পড়ে,...স্টাইলিশ টু হুইলার পছন্দ করেন এমন ক্রেতাদের জন্য সদা তৎপর ইয়ামাহা (Yamaha)। ক্রেতাদের উদ্দীপনায় যাতে ভাটা না পড়ে, সেজন্য নতুন মডেল আনতে চলেছে সংস্থা। এটি একটি ম্যাক্সি স্কুটার। নাম – Yamaha Nmax 155। ভারত মোবিলিটি এক্সপো ২০২৪-এ এটি উন্মোচিত করা হয়েছিল। ইদানিং ভারতের বাজারে ম্যাক্সি স্কুটারের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ এগুলির ফিউচারিস্টিক স্টাইল, উন্নত ফিচার্স এবং দুর্ধর্ষ শক্তি।
Nmax 155 সংস্থার অতি জনপ্রিয় ম্যাক্সি স্কুটি Aerox 155-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। ২০২৪ এর শেষ অথবা ২০২৫ এর শুরুতে এটি ভারতে হাজির করার পরিকল্পনা করছে ইয়ামাহা। এই প্রতিবেদনে Yamaha Nmax 155-এর পাঁচ হাইলাইটস তুলে ধর হল।
ডিজাইন
দর্শনের দিক থেকে Yamaha Nmax 155 একটি প্রকৃত মেক্সি স্কুটার। আকার আকৃতিতেও বেশ বড়সড়। সামনের চওড়া অ্যাপ্রনে রয়েছে টুইন এলইডি হেডলাইট। কালো রঙের লম্বা উইন্ডস্ক্রিন, যা ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে। এর সেন্ট্রাল স্পাইন দৃষ্টি আকর্ষণ করার মতই। পেছন ও দু’পাশের নকশাতেও রয়েছে চমক।
ফিচার্স
Nmax 155-তে দুর্দান্ত সব ফিচার্স দেওয়া হয়েছে। যে তালিকায় রয়েছে অল এলইডি লাইট, রিমোট বুট রিলিজ, এবং ব্লুটুথ কানেক্টিভিটি সমেত একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ভারতের প্রথম স্কুটার হিসাবে এতে থাকতে পারে ডুয়েল চ্যানেল এবিএস সেটআপ।
ইঞ্জিন
স্কুটারটির কেন্দ্রস্থলে রয়েছে একটি ১৫৫ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ১৪.৯ বিএইচপি শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে রয়েছে সিভিটি। এই একই ইঞ্জিন আবার Yamaha R15 ও Aerox 155-তেও উপস্থিত।
হার্ডওয়্যার
হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে Yamaha Nmax 155 একটি আন্ডারবোন চ্যাসিসের উপর ভিত্তি করে এসেছে। সাসপেনশন হিসেবে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার শক অ্যাবজর্বার। Aerox 155-এর চাইতেও এর সাসপেনশন আরও বেশি আরামদায়ক হবে বলে অনুমান। ১৩ ইঞ্চি হইলে ছুটবে এই স্কুটি। দু’দিকেই থাকছে ডিস্ক ব্রেক।
দাম ও প্রতিপক্ষ
Yamaha Nmax 155 লঞ্চের পর দাম ১.৬ লক্ষ থেকে ১.৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Yamaha Aerox 155 এবং আসন্ন Hero Xoom 160।