Yamaha: অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বের অন্যতম সেরা বাইক ভারতে আনছে ইয়ামাহা

দেশের অগণিত ইয়ামাহাপ্রেমীদের জন্য বড় খবর। কারণ Yamaha তাদের বহু প্রতীক্ষিত মডেল Tenere 700 ভারতে লঞ্চের চিন্তাভাবনা করছে...
techgup 26 Aug 2024 8:03 PM IST

দেশের অগণিত ইয়ামাহাপ্রেমীদের জন্য বড় খবর। কারণ Yamaha তাদের বহু প্রতীক্ষিত মডেল Tenere 700 ভারতে লঞ্চের চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাপানি সংস্থাটি প্রাথমিকভাবে এই প্রকল্পের উপরে কাজ শুরু করে দিয়েছে। জানিয়ে রাখি, Yamaha Tenere 700 বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার মোটরসাইকেল।

Yamaha Tenere 700 নো-ননসেন্স ডিজাইন ও এন্ডুরো রাইডিংয়ের জন্য সুপরিচিত। এর ফলে প্রচুর ভারতীয় অ্যাডভেঞ্চার রাইডার বাইকটির আগমনের অপেক্ষা করছিলেন। ইয়ামার টপ ম্যানেজমেন্ট বাইকটির সম্ভাবনার ব্যাপারে অবগত। তবে দাম নির্ধারণের ক্ষেত্রে দোটানায় ভুগছে তারা।

এই মুহূর্তে প্রিমিয়াম সেগমেন্টে BMW, Duacati, ও Triumph-এর মতো সংস্থারা অ্যাডভেঞ্চার বাইক বিক্রি করে দেশে। সম্পূর্ণ তৈরি করে থাইল্যান্ড থেকে ভারতে আমদানি হয়। ভারত ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য চুক্তির ফলে কোনও ইমপোর্ট ট্যাক্স দিতে হয় না। কিন্তু Yamaha Tenere 700 জাপান থেকে সরাসরি ভারতে আমদানি হবে। ফলে আমদানি কর চাপবে। সেক্ষেত্রে গ্রাহকদের কিনতে খরচ বেশি হবে। দেখার বিষয়, ইয়ামাহা কীভাবে এই সমস্যার মোকাবিলা করে।

Tenere 700 আগামী বছর ভারতে লঞ্চ হয়ে যেতে পারে। বাইকটিতে 698 সিসির প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে, যা 72 হর্সপাওয়ার ও 68 এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে সিক্স স্পিড গিয়ারবক্স মিলবে। ইতিমধ্যেই ইয়ামাহা বাইকটির নেক্সট জেনারেশন মডেলের উপর কাজ শুরু করেছে। আপকামিং মডেলটি একাধিক আপগ্রেডের সঙ্গে আসবে।

Show Full Article
Next Story