মূল্যবৃদ্ধি থামার লক্ষণ নেই, টানা তিন মাস দাম বাড়ল Yamaha-র এই জনপ্রিয় বাইকের

পেট্রল-ডিজেলের দাম এমনিতেই আকাশছোঁয়া। একইসাথে গাড়ির লাগাতার মূল্যবৃদ্ধি কঠিন করে ফেলছে আমজনতার নিজস্ব বাহন কেনার শখকে।...
techgup 19 Jun 2022 9:40 AM IST

পেট্রল-ডিজেলের দাম এমনিতেই আকাশছোঁয়া। একইসাথে গাড়ির লাগাতার মূল্যবৃদ্ধি কঠিন করে ফেলছে আমজনতার নিজস্ব বাহন কেনার শখকে। চার চাকার থেকে দু'চাকার দাম আবার ঘনঘন বাড়তে দেখা যাচ্ছে বেশি। যেমন Yamaha R15 V4৷ মে মাসের পর ফের জুনে তাদের বেস্ট সেলিং বাইকের দাম বাড়ানোর ঘোষণা করল ইয়ামাহা।

বিগত আট মাসে পাঁচ বার বেড়েছে Yamaha R15 -এর চতুর্থ প্রজন্মের মডেলের দাম। এপ্রিলের পর টানা তিন নাস। সেপ্টেম্বরে লঞ্চের সময় যে দাম ছিল, এখন কিনতে গেলে তার তুলনায় হাজার দশেক টাকা বেশি খরচ হবে। এই রেসিং বাইক রেঞ্জের প্রতিটি মডেলের দাম কতটা বাড়ল এবং বর্তমানে কত ব্যয় করতে হবে, এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি।

Yamaha R15 V4

Yamaha R15 V4 স্পোর্টস বাইকের প্রতিটি কালার ভ্যারিয়েন্টের দাম ৫০০ টাকা বেড়েছে‌‌। এখন এর মূল্য (মেটালিক রেড) শুরু হচ্ছে ১,৭৭,৪০০ টাকা থেকে। এছাড়া ডার্ক নাইট, এবং রেসিং ব্লু কালার অপশনের দাম হয়েছে যথাক্রমে টাকা, ১,৭৮,৪০০ টাকা, ও ১,৮২,৪০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Yamaha R15 M এবং Yamaha R15M World GP 60th Anniversary Edition

ইয়ামাহার ফ্ল্যাগশিপ মডেল R15 M একটাই কালারে উপলব্ধ। আর সেটা হল মেটালিক গ্রে। সেটার দাম ৫০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৮৭,৪০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। অন্য দিকে, দু'মাস আগে World GP সার্কিটের ষাট বছর পূর্তি উপলক্ষ্যে স্পেশ্যাল পেইন্ট স্কিম-সহ R15-এর Anniversary এডিশন মডেল লঞ্চ হয়েছিল৷ বাইকটির দাম ৯০০ টাকা বেড়েছে এখন খরচ হবে ১,৮৮,৮০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)

Show Full Article
Next Story