Yamaha: রাত পোহালেই ইয়ামাহার দুর্দান্ত বাইকের লঞ্চ, দাম কত হবে দেখুন এখানে

ভারতে দুই নতুন মোটরসাইকেল লঞ্চ করবে বলে ইয়ামাহা (Yamaha) দীর্ঘদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে। লঞ্চের তালিকায় আছে...
SUMAN 14 Dec 2023 5:41 PM IST

ভারতে দুই নতুন মোটরসাইকেল লঞ্চ করবে বলে ইয়ামাহা (Yamaha) দীর্ঘদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে। লঞ্চের তালিকায় আছে বিশ্ববাজার দাপিয়ে বেড়ানো একজোড়া বাইক – Yamaha R3 ও MT-03। প্রথমটি একটি ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক ও দ্বিতীয়টি একটি নেকেড স্ট্রিটফাইটার। ১৫ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল ভারতের বাজারে লঞ্চ হচ্ছে মডেল দুটি। তার আগে চলুন দেখে নিই, R3 ও MT-03-এর দাম কত হতে পারে।

Yamaha R3 ও MT-03 ভারতে কত টাকায় লঞ্চ হবে

জানিয়ে রাখি, R3 মোটরসাইকেলটি আগে ভারতে বিক্রি করতে ইয়ামাহা। কিন্তু নতুন নির্গমন বিধি চালু হওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়। যদিও MT-03-এর এদেশে আগমন এই প্রথম। দুটি বাইকেই রয়েছে একই ইঞ্জিন, চ্যাসিস, ট্রান্সমিশন এবং সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ও পেছনে রয়েছে ডিস্ক ব্রেক। আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক ও রিয়ার মোনোশক সাসপেনশনে ছুটবে মডেল দুটি। ১৭ হুইল অ্যালয় হুইল দেওয়া হয়েছে।

Yamaha R3 ও MT-03 এর চাকায় গতি আনতে থাকছে একটি ৩২১ সিসি প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৪১.৪ বিএইচপি শক্তি এবং ২৯.৬ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে ৬-গতির গিয়ারবক্সের সাথে থাকছে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

মোটরসাইকেল দুটির ফিচারের তালিকায় তেমন কোন চমক দেখা না গেলেও উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রূপে থাকছে এলইডি লাইটিং এবং এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। R3-এর প্রতিপক্ষ মোটরসাইকেল হিসেবে ভারতের বাজারে রয়েছে Kawasaki Ninja 300, KTM RC 390 ও Aprilia RS 457। অন্যদিকে 390 Duke ও BMW G 310 R-কে বেগ দিতে আসছে MT-03।

জানা গেছে, মোটরসাইকেল দুটি বিদেশ থাকে আমদানি করে এদেশে বিক্রি করবে ইয়ামাহা। তাই দামে কিছুটা বাড়তি বোঝা চাপতে পারে। R3 ও MT-03-এর মূল্য এদেশে যথাক্রমে ৪ লক্ষ ও ৩.৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করতে পারে ইয়ায়াহা। তবে ভবিষ্যতে চাহিদা বাড়লে মডেল দুটির দাম কমার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Show Full Article
Next Story