কে বলবে ১২৫ সিসির? ইয়ামাহার নতুন স্কুটার দেখলে মাথা ঘুরতে বাধ্য!
টেক স্কুটার হিসাবে প্রকাশ হল Yamaha NMax 125। ভারতে লঞ্চ হতে পারে আগামী বছর। স্কুটারে পাবেন USB C চার্জিংয়ের সুবিধা।
গ্লোবাল মার্কেটে জনপ্রিয় স্কুটার NMax 125 নতুন সংস্করণ প্রকাশ করল Yamaha। এই নতুন এডিশনের নাম টেক ম্যাক্স এবং স্কুটারের টপ মডেল হিসাবে এসেছে। এটি ভারতীয় বাজারে ২০২৫ সালে লঞ্চ হতে পারে। শীঘ্রই Bharat Expo অনুষ্ঠানে স্কুটারটি আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। এই স্কুটার বিশেষ করে তরুণ গ্রাহকদের কাছে আকর্ষণীয় হতে পারে।
Yamaha NMax 125 টেক স্কুটারের ফিচার্স
এই নতুন ভেরিয়েন্টটি স্ট্যান্ডার্ড মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে পাওয়া যাবে নতুন ডুয়াল-এলইডি প্রজেক্টর লাইট, উন্নত এর্গোনমিক্স এবং একটি ২৫ লিটার আন্ডারসিট স্টোরেজ। কি-লেস ইগনিশন সুবিধা রয়েছে স্কুটারে। স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে পাওয়া যাবে USB-C চার্জিং পোর্টও।
যেহেতু এটি একটি নতুন টপ-এন্ড মডেল, তাই জাপানি সংস্থা, এতে ইন্টিগ্রেটেড গারমিন নেভিগেশন-সহ একটি নতুন ৪.২ ইঞ্চি ফুল-কালার TFT স্ক্রিন যোগ করেছে। নতুন রঙ, গোল্ডেন স্টিচ এবং আরামদায়ক রাইডিংয়ের জন্য চামড়ার সিট পাওয়া যাবে এই স্কুটারে।
Yamaha NMax 125 টেক স্কুটারের ইঞ্জিন
ইঞ্জিনের ক্ষেত্রে মিলবে ১২৫ সিসি লিকুইড-কুলড মোটর, যা ১২ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে CVT গিয়ারবক্স। অন্যান্য হার্ডওয়্যার ফিচারগুলির মধ্যে রয়েছে ১৩ ইঞ্চি চাকা, নন-অ্যাডজাস্টেবল ফ্রন্ট ফর্ক এবং ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক। Yamaha টেক ম্যাক্স প্রিমিয়াম দামে লঞ্চ হতে পারে। আগামী বছরের শুরুর দিকে ২০২৫ ভারত এক্সপোতে NMax স্কুটার প্রদর্শন করতে পারে ইয়ামাহা।
টেক স্কুটার হিসাবে প্রকাশ হল Yamaha NMax 125। ভারতে লঞ্চ হতে পারে আগামী বছর। স্কুটারে পাবেন USB C চার্জিংয়ের সুবিধা।