Yamaha XSR 155: চাপে রয়্যাল এনফিল্ড, সস্তায় ক্লাসিক বাইকের স্বাদ মেটাতে আসছে ইয়ামাহা

Yamaha সম্প্রতি ভারতে একাধিক হাই-পারফরম্যান্স বাইক লঞ্চের জল্পনা উস্কে দিয়েছে। তার মধ্যে ম্যাক্সি স্কুটারও অর্ন্তভুক্ত আছে। সংস্থার একটি প্রোমোশনাল ভিডিয়োতে বেশ কিছু নতুন মডেল দেখানো…

Tech Gup Desk 26 Sept 2024 1:39 PM IST (Updated: 29 Sept 2024 11:02 AM IST)

Yamaha সম্প্রতি ভারতে একাধিক হাই-পারফরম্যান্স বাইক লঞ্চের জল্পনা উস্কে দিয়েছে। তার মধ্যে ম্যাক্সি স্কুটারও অর্ন্তভুক্ত আছে। সংস্থার একটি প্রোমোশনাল ভিডিয়োতে বেশ কিছু নতুন মডেল দেখানো হয়েছে, যা খুব তাড়াতাড়ি ভারতে পা রাখতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হল Yamaha XSR 155 মোটরসাইকেলটিকেও সেই ভিডিয়োতে দেখা গিয়েছে।

ভারতে কখনও লঞ্চ না হলেও, Yamaha XSR 155 নিয়ে আলোচনা দীর্ঘদিনের। আর্ন্তজাতিক বাজারে এই নিও রেট্রো বাইক বিপুল জনপ্রিয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি R15 ও MT15-এর প্ল্যাটফর্মে নির্মিত। ইঞ্জিন ও চ্যাসিস এক। তবে দুই মডেলের থেকে দেখতে সম্পূর্ণ আলাদা। রয়েছে মর্ডান ক্লাসিক ডিজাইন।

XSR 155 ভারতে অনেক আগে লঞ্চ হওয়ার কথা থাকলেও, পরিকল্পনা বদলে ভারতের জন্য বিশেষ ভাবে তৈরি করা Yamaha FZ-X এর আগমন ঘটে। জাপানি সংস্থাটি এখন একঝাঁক ইন্টারন্যাশনাল বাইক এদেশে আনার প্ল্যান করছে। প্রোমোশনাল ভিডিয়োতে MT-07, R7, এবং Tenere 700-এর দর্শন সেই জল্পনা উস্কে দিয়েছে।

Yamaha XSR-এর ১৫৫ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন ১০,০০০ আরপিএম গতিতে ১৯.৩ পিএস পাওয়ার ও ৮,৫০০ আরপিএমে ১৪.৭ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি অ্যাসিস্ট, স্লিপার ক্ল্যাচ, ও সিক্স স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এটি ভারতে লঞ্চ হলে TVS Ronin ও Royal Enfield Hunter 350-কে টেক্কা দেবে।

Updated On: 29 Sept 2024 11:02 AM IST
Show Full Article
Next Story
Share it