সব জায়গায় দাম এক নয়, নতুন লঞ্চ হওয়া Yamaha R3 কোথায় সবচেয়ে সস্তা জানেন

স্পোর্টস বাইকের দুনিয়ায় নিজেদের জনপ্রিয়তায় শান দিতে ইয়ামাহা (Yamaha) সম্প্রতি একজোড়া হাই পারফরম্যান্স বাইক YZF-R3 ও MT-03 লঞ্চ করেছে। এর মধ্যে প্রথমটি সুপার স্পোর্টস বাইক…

স্পোর্টস বাইকের দুনিয়ায় নিজেদের জনপ্রিয়তায় শান দিতে ইয়ামাহা (Yamaha) সম্প্রতি একজোড়া হাই পারফরম্যান্স বাইক YZF-R3 ও MT-03 লঞ্চ করেছে। এর মধ্যে প্রথমটি সুপার স্পোর্টস বাইক হলেও দ্বিতীয়টি স্ট্রিট ফাইটার। Yamaha YZF-R3 এর দম 4.65 লাখ টাকা এবং MT-03 এর ক্ষেত্রে খরচ হবে 4.60 লাখ টাকা (এক্স শোরুম)। তবে দাম কিন্তু সব জায়গায় সমান নয়। আর অন-রোড প্রাইস ধরলে তো নয়ই। দেশের স্পোর্টস বাইকপ্রেমীরা ইতিমধ্যেই R3 কেনার আসল খরচ জানতে নেটে সার্চ শুরু করেছেন। তবে সবাইকে অত ঝামেলা নিতে হবে না। কারণ এই প্রতিবেদনেই দেশের দশটি বড় শহরে Yamaha YZF-R3 বাইকটির অন-রোড প্রাইস সম্পর্কে জানতে পারবেন।

Yamaha YZF-R3 এর অন-রোড দাম

বেঙ্গালুরু – 5.77 লাখ টাকা
মুম্বাই – 5.39 লাখ টাকা
পুণে – 5.39 লাখ টাকা
নভি মুম্বই – 5.39 লাখ টাকা
হায়দ্রাবাদ – 5.39 লাখ টাকা
চেন্নাই – 5.30 লাখ টাকা
কলকাতা – 5.30 লাখ টাকা
চন্ডীগড় – 5.30 লাখ টাকা
দিল্লি – 5.21 লাখ টাকা
আহমেদাবাদ – 5.11 লাখ টাকা

উপরে দেখা যাচ্ছে, Yamaha YZF-R3-এর সবচেয়ে সস্তা আমেদাবাদে, এবং বেঙ্গালুরুতে দাম সবচেয়ে বেশি। এক্স-শোরুম দামের সাথে বীমা এবং আরটিও চার্জ যুক্ত হওয়ার পর অন-রোড প্রাইস ধার্য হয়েছে। তাই ডিলার এবং রাজ্য ভেদে এর পরিমাণ আলাদা হয়।

এদেশে 4,64,900 টাকা এক্স-শোরুম মূল্যে লঞ্চ হয়েছে Yamaha YZF-R3 । স্পোর্টস বাইকটি Aprilia RS 457 ও KTM RC 390-এর থেকে যথাক্রমে 54,900 টাকা ও 1.46 লাখ টাকা দামী। Yamaha YZF-R3-তে রয়েছে একটি 321 সিসি প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ 40.4 বিএইচপি এবং 29.4 এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স।

মোটরসাইকেলটিতে গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে উপস্থিত এলইডি ইলুমিনেশন, এলসিডি এবং ডুয়েল চ্যানেল এবিএস। সামনে ইউএসডি ফর্ক ও পেছনে মোনোশক সাসপেনশনে ছুটবে বাইকটি। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে ও পেছনে রয়েছে সিঙ্গেল ডিস্ক ব্রেক। 17 ইঞ্চি হুইলে ডানলপ টায়ার ব্যবহার করা হয়েছে।