Yamaha YZF-R9: ভারতে সুপারস্পোর্ট মোটরসাইকেল আনার পরিকল্পনা ইয়ামাহার?

ভারতে YZF-R9 নাম ব্যবহারের অধিকার পেল ইয়ামাহা (Yamaha)। চলতি বছরের প্রথমে জাপান এবং তারপরে ইউরোপ ও অস্ট্রেলিয়ায় নামটির জন্য নথিভুক্তকরণ সেরে রেখেছিল ইয়ামাহা। পরবর্তীতে সংস্থার…

ভারতে YZF-R9 নাম ব্যবহারের অধিকার পেল ইয়ামাহা (Yamaha)। চলতি বছরের প্রথমে জাপান এবং তারপরে ইউরোপ ও অস্ট্রেলিয়ায় নামটির জন্য নথিভুক্তকরণ সেরে রেখেছিল ইয়ামাহা। পরবর্তীতে সংস্থার তরফ থেকে এখানেও YZF-R9 নামটির জন্য আবেদন (ট্রেডমার্ক) জানানো হয়। অবশেষে সেই নাম ব্যবহারে সরকারি অনুমোদন পেয়েছে তারা।

ইয়ামাহা ওয়াইজিএফ-আর৯ ট্রেডমার্কের গুরুত্ব (Importance of Yamaha YZF-R9 trademark)

এতক্ষণে নিশ্চয় বুঝে যাওয়ার কথা, ভারতে ইয়ামাহার আপকামিং মোটরসাইকেলের নাম YZF-R9। এটি কোনও কমিউটার বা এন্ট্রি-লেভেল স্পোর্টস বাইক নয়। বরং মিডওয়েট সুপারস্পোর্ট মোটরসাইকেল হিসেবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।

প্রসঙ্গত, এক সময় ভারতে MT-09 এবং R1 এর মতো বড় ইঞ্জিন ক্যাপাসিটির পাওয়ারফুল মোটরসাইকেল বিক্রি করা ইয়ামাহা গত জুলাইয়ে জানিয়েছিল, ভারতে পারফরম্যান্স মেশিন (টু-হুইলার) নিয়ে আসার পরিকল্পনা তাদের নেই। ইয়ামাহা মোটর ইন্ডিয়া (Yamaha Motor India)-র সিনিয়র প্রেসিডেন্ট (সেলস ও মার্কেটিং) রবিন্দর সিং (Ravinder Singh)-এর মত ছিল, বড় বাইকের পরিবর্তে ১৫০ সিসি ও ২৫০ সিসি মোটরসাইকেলের বাজারে মনোনিবেশ করাই শ্রেয়। লভ্যাংশ বা বৃদ্ধি, দু’দিক থেকেই।

তবে প্রিমিয়াম বা দামি মোটরসাইকেলের বাজারে যে ভাবে কাওয়াসাকি (Kawasaki) ও ট্রায়াম্ফ (Triumph)-এর মতো সংস্থার অংশীদারিত্ব বাড়ছে, তাতে নতুন করে পারফরম্যান্সের উপর ফোকাস করে ১,০০০ সিসি-র কাছাকাছি ইঞ্জিনের সাথে নতুন মোটরসাইকেল এখানে নিয়ে আসতে পারে ইয়ামাহা। সে কারণেই নামকরণের জন্য YZF-R9 নথিভুক্তকরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ইয়ামাহা ওয়াইজেডএফ-আর৯ কি এমটি-০৯ এর উপর ভিত্তি করে তৈরি হবে? (Is Yamaha YZF-R9 based on MT-09)

আর্ন্তজাতিক বাজারে MT-07 ভিত্তিক YZF R7 আত্মপ্রকাশ করার পর থেকেই এই সম্ভাবনার কথা বারে বারে উঠে এসেছিল। আবার YZF-R9 নামটির বিভিন্ন ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন জল্পনায় নতুন মাত্রা যোগ করেছিল। MT-09 এর উপর ভিত্তি করেই যে YZF-R9 তৈরি করা হতে পারে, সেই নিয়ে মোটামুটি নিশ্চিত বাইকপ্রেমীরা।

ইয়ামাহা তাদের MT-09 মডেলের বাইকের প্ল্যাটফর্ম ব্যবহার করলে, YZF-R9 এ দেখা যেতে পারে ৮৯০ সিসি-র থ্রি সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা ১১৯ অশ্বশক্তি ও ৯৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে ব্যবহার করা হবে সিক্স-স্পিড গিয়ারবক্স। একইসঙ্গে থাকতে পারে স্লিপ ও অ্যাসিস ক্ল্যাচ আর কুইকশিফটার।

নতুন YZF-R7 বা YZF-R15 মডেলের ডিজাইনে চমক দিয়েছিল ইয়ামাহা। R সিরিজের নতুন মোটরসাইকেলের ক্ষেত্রেও অনুরূপ কিছু দেখা যেতে পারে। তবে সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য সামনে না আনলে, এগুলি কনফার্ম করা কঠিন বিষয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন