Yezdi Roadster বাইকে এখন সাদা ও লাল রঙের বিকল্প, লঞ্চের 7 মাস পর এল নতুন আপডেট
Classic Legends এর হাত ধরে চলতি বছরের জানুয়ারিতে পুনর্জন্ম হয়েছিল Yezdi এর। তখন লঞ্চ হওয়া তিনটি মডেলের মধ্যে ক্রুজার...Classic Legends এর হাত ধরে চলতি বছরের জানুয়ারিতে পুনর্জন্ম হয়েছিল Yezdi এর। তখন লঞ্চ হওয়া তিনটি মডেলের মধ্যে ক্রুজার মডেল ছিল Yezdi Roadster। লম্বা হুইল বেস ও সাথে রেট্রো ছোঁয়া এবং চোখ ধাঁধানো পারফরম্যান্স এই কয়েকটি স্তম্ভের উপর ভর করেই এদেশের বাজারে পা রেখেছিল Yezdi Roadster। স্বাভাবিকভাবেই ক্রমান্বয়ে জনপ্রিয়তা বাড়তে শুরু করেছিল এই বাইকের। এবার সামনের উৎসবের মরসুমে অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখে রোডস্টারে নতুন দুই কালার স্কিম যুক্ত করার কথা জানাল ইয়েজদি।
ইয়েজদি রোডস্টারে নতুন রং দুটি হল ইনফার্নো রেড ও গ্লেসিয়ার হোয়াইট। এতদিন পর্যন্ত বাইকটি স্মোক গ্রে, স্টিল ব্লু, হান্টার গ্রিন, গ্যালান্ট গ্রে ও সিন সিলভার এই পাঁচটি রঙে উপলব্ধ ছিল। প্রত্যেকটি কালারই ছিল ম্যাট ফিনিশের উপর। লেটেস্ট রং দুটিতে থাকছে চকচকে রংয়ের ফুয়েল ট্যাংক ও অবসিডিয়ান ব্ল্যাক রঙে রাঙায়িত বাইকটির বাকি অংশ। নতুন দুই পেইন্ট স্কিমের দাম রাখা হয়েছে ২,০১,১৪২ টাকা (এক্স শোরুম)।
ক্লাসিক লেজেন্ডসের এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আশিস সিং যোশী বলেন, "বিপুল সংখ্যক রাইডারকে আমাদের সংস্থার দিকে আকর্ষিত করতে সক্ষম হয়েছে ইয়েজদি রোডস্টার । লঞ্চ হওয়ার পর থেকেই এদেশের অন্যতম জনপ্রিয় মডেল এটি। এমনকি সমগ্র দেশব্যাপী গ্রাহকদের অপরিসীম অ্যাডভেঞ্চারের সাক্ষী করতে পেরেছে এই বাইকটি। আমাদের নতুন ইনফার্নো রেড ও গ্লেসিয়ার হোয়াইট রং দুটি Roadster কে নতুন উদ্যমে ধাবিত করবে"।
তবে এই পরিবর্তন শুধুমাত্র রঙের মধ্যেই সীমাবদ্ধ। বাইকটির বাকি সমস্ত স্পেসিফিকেশন সম্পূর্ণরূপে অপরিবর্তিত। এতে থাকা ৩৩৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ৭৩০০ আরপিএম গতিতে ২৯.২৯ বিএইচপি ও ৬৫০০ আরপিএম গতিতে ২৯ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। সাথে রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। বাইকটির মাইলেজ ২৯.৫ কিমি/লিটার ও সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৪০ কিমি। Yezdi Roadster এর প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে Royal Endield Meteor 350, Honda H 'ness CB 350 ও Jawa 42।