1,200 কোটি টাকা লগ্নির জন্য কর্ণাটক রাজ্যকে বেছে নিল Yulu, তৈরি করবে EV ও চার্জিং স্টেশন

ইলেকট্রিক টু-হুইলার এবং ব্যাটারি লিজ দেওয়ার জন্য পরিচিত ভারতীয় সংস্থা ইউলু (Yulu) ব্যবসা বাড়াতে কর্ণাটক সরকারের সাথে...
SUMAN 3 Nov 2022 7:17 PM IST

ইলেকট্রিক টু-হুইলার এবং ব্যাটারি লিজ দেওয়ার জন্য পরিচিত ভারতীয় সংস্থা ইউলু (Yulu) ব্যবসা বাড়াতে কর্ণাটক সরকারের সাথে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করল। সংস্থাটি সে রাজ্যে ১ লক্ষ ব্যাটারি পরিচালিত টু-হুইলার মোতায়েন চার্জিং স্টেশন নির্মাণ, এবং ব্যাটারি সোয়াপিং পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী পাঁচ বছর ধরে ১,২০০ কোটি বিনিয়োগ করবে।

দুই তরফের মৌ-স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউলু-র সহ প্রতিষ্ঠাতা আর কে মিশ্রা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রের একাধিক ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যের মন্ত্রীবর্গ এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ। ইউলু জানিয়েছে, সাশ্রয়ী মূল্যে যানবাহন ভাড়ায় খাটাতে উদ্ভাবনী, নতুন প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থার উপর বিনিয়োগ করা হবে। এর ফলে পার প্রায় ৭,০০০ প্রত্যক্ষ কর্মসংস্থানের তৈরির কথা জানিয়েছে ইউলু।

ইউলু-র সহ প্রতিষ্ঠাতা আর কে মিশ্রা বলেন, এই মৌ স্বাক্ষর হল আমাদের অংশীদারিত্বের সম্প্রসারণ। এর ফলে কর্নাটক ইলেকট্রিক ভেহিকেল তৈরির জন্য বিনিয়োগে অগ্রাধিকার পাবে।” সংস্থাটি জানিয়েছে তারা ফার্স্ট এবং লাস্ট মাইল ডেলিভারি ক্ষেত্রে পরিষেবা দেবে। সে কারণে তারা কর্নাটকের বেঙ্গালুরু মেট্রো বা বিএমআরসিএল-এরসাথে হাত মিলিয়েছে।

সংস্থা দুটি যৌথভাবে পার্কিং এবং চার্জিং পরিকাঠামোর উন্নয়ন ঘটাবে। ইউলুর জোনগুলি ১০০০টির বেশি স্থান ছাড়াও বিএমআরসিএল মেট্রো স্টেশন এবং বিএমটিসি বাসস্টপের সন্নিকটে উপস্থিত। ব্যাটারি ভাড়ায় দেওয়া সংস্থাটির বর্তমানে ৭০টির বেশি চার্জিং এবং সোয়াপিং স্টেশন রয়েছে। এবং সেগুলির সংখ্যা দ্রুত গতিতে বাড়ানো হচ্ছে।

Show Full Article
Next Story