Electric Scooter: পেট্রল না খেয়েই ছুটবে 120 কিমি, এই বৈদ্যুতিক স্কুটারের দাম মাত্র 54,000 টাকা থেকে শুরু

যত দিন যাচ্ছে ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের বাজার ততই চাঙ্গা হচ্ছে। একদিকে যেমন বাড়ছে নতুন মডেলের সম্ভার, পাশাপাশি বিক্রির সংখ্যাতেও জোয়ার চোখে পড়ার মতোই। কিন্তু এত…

যত দিন যাচ্ছে ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের বাজার ততই চাঙ্গা হচ্ছে। একদিকে যেমন বাড়ছে নতুন মডেলের সম্ভার, পাশাপাশি বিক্রির সংখ্যাতেও জোয়ার চোখে পড়ার মতোই। কিন্তু এত বিকল্পের মধ্যে থেকে পছন্দের সেরা মডেলটি বেছে নিতে ক্রেতারা প্রায়শই ধন্দে পড়ে যান। তাই আজকের প্রতিবেদনে এমন এক ইলেকট্রিক স্কুটারের প্রসঙ্গে হদিশ রইল, যেটির ধার ও ভার – দুইই সমান। সেটি হল দেশীয় সংস্থা জেলিয়ো (Zelio)-র অন্যতম সেরা ই-স্কুটার Eeva EV। এই মডেলটি বর্তমানে ১,৬০০ টাকায় বুকিং করা যাচ্ছে। আসুন Zelio Eeva EV-এর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Zelio Eeva EV ব্যাটারি প্যাক ও রেঞ্জ

জেলিয়ো ইভা ইভি দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। এতে উপস্থিত একটি ইলেকট্রিক BLDC মোটর। যাকে শক্তি জোগায় একটি ২৮ অ্যাম্পিয়ার আওয়ার ৪৮ ভোল্ট ব্যাটারি প্যাক। আবার ৬০ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার ব্যাটারি প্যাক অপশনেও বেছে নেওয়া যাবে এটি। প্রতি চার্জে নূন্যতম ৬০ কিলোমিটার ও সর্বোচ্চ ১২০ কিলোমিটার রেঞ্জ মিলবে বলে দাবি করা হয়েছে। ফাস্ট চার্জিং অপশন অনুপস্থিত থাকলেও, সাধারণ চার্জার দিয়ে চার থেকে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যায়।

Zelio Eeva EV ফিচার্স

স্কুটারটির সামনের চাকায় ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক রয়েছে। ফিচারের তালিকায় উপস্থিত ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ইউএসবি চার্জিং পোর্ট, এলইডি ডিআরএল, ডিজিটাল ট্রিপ মিটার, পুশ বাটন স্টার্ট, ফ্রন্ট স্টোরেজ এবং রিভার্স পার্কিং মোড।

Zelio Eeva EV দাম এবং ফাইন্যান্স প্ল্যান

Zelio Eeva EV-এ এত কিছু বৈশিষ্ট্য উপলব্ধ থাকা সত্ত্বেও এই দুর্মূল্যের বাজারে এর দাম শুনলে সত্যি অবাক হতে হয়। মাত্র ৫৪,০০০ টাকা (এক্স-শোরুম) থেকে দাম শুরু হচ্ছে ইলেকট্রিক স্কুটারটির। আবার মাসিক কিস্তিতেও স্কুটারটি কেনার সুবিধা দেয় সংস্থা।এই জাতীয় ছোট সংস্থার ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চের ফলে Ola, Bajaj এবং Ather-এর মতো প্রতিষ্ঠিত সংস্থাগুলি কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। যার অন্যতম কারণ এত কম দামে, এত সুযোগ-সুবিধা।