Zeva Aero: ভারতীয় বংশোদ্ভূতকে সঙ্গে নিয়ে আকাশে পাড়ি দিল গাড়ি, দেখতে UFO-এর মতো

আকাশে ওড়ার স্বপ্ন দেখেননি এমন ব্যক্তির খোঁজ পাওয়া দুষ্কর। জীবনের কোনো না কোনো সময়ে আকাশে উড়তে উড়তে উপর থেকে এই জগৎ...
SUMAN 17 March 2022 9:53 PM IST

আকাশে ওড়ার স্বপ্ন দেখেননি এমন ব্যক্তির খোঁজ পাওয়া দুষ্কর। জীবনের কোনো না কোনো সময়ে আকাশে উড়তে উড়তে উপর থেকে এই জগৎ পরিদর্শন করার স্বপ্ন হয়তো সকলেই দেখেছেন! এই স্বপ্ন বাস্তবায়িত না হলেও বেশকিছু হ কল্পবিজ্ঞান বা সায়েন্স-ফিকশন চলচ্চিত্রে দেখানো অংশে আমরা তার সাধ খানিকটা হলেও আস্বাদন করেছি। এই একই ইচ্ছা বিশ্বের তাবড় বিজ্ঞানীদের মনেও দেখা দিয়েছিল। যার প্রত্যক্ষ প্রমাণ মিলেছে সম্প্রতি বহু সংস্থার Flying Car বা উড়ন্ত গাড়ির ঝলক দেখে। আগামীতে যা মানুষের সেই অধরা স্বপ্ন বাস্তবায়িত করার মোক্ষম সুযোগ আনতে চলেছে।

ঠিক এমনই স্বপ্ন একদিন দেখেছিলেন আমেরিকার ওয়াশিংটনস্থিত সংস্থা জিভা অ্যারো (Zeva Aero)-র সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহক স্টিফেন টিবিটস (Stephen Tibitts)। যার বাস্তবিক রূপও তিনি দিয়ে ফেলেছেন। সম্প্রতি জিভা জিরো (Zeva Zero) নামে এক অদ্ভুত ধরনের দেখতে উড়ন্ত গাড়ির নমুনা মডেলের আকাশে ওড়ার প্রথম ফ্লাইট সম্পন্ন হয়েছে। উড়ন্ত গাড়িটির আকার অনেকটা ভিনগ্রহীদের UFO-র মতো কল্পনাপ্রসূত যানের মতো৷

ইউএফও (UFO) প্রসঙ্গে জানিয়ে রাখি, অতীতে একাধিক সময় এক অদ্ভুত ধরনের যান আকাশে উড়তে বহু মানুষের নজরে পড়েছে। যা পরে ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট নামকরণ করা হয়। বিজ্ঞানীদের ধারণা এটি হতে পারে অন্য কোনো গ্রহের থেকে আসা উড়ন্ত যান। যা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। যার নির্দিষ্ট হদিশ এখনো অধরাই।

সংস্থার ভারতীয়-শিখ বংশোদ্ভূত চিফ টেকনোলজি অফিসার গুরবির সিং (Gurbir Singh)-কে সঙ্গে নিয়ে জিভা জিরো স্থির অবস্থা থেকে লম্বভাবে উপরে উঠতে সক্ষম হয়েছে বলে দাবি সংস্থার। এই প্রসঙ্গে টিবিটস জানিয়েছেন, এটি একটি অক্টোকপ্টার অর্থাৎ আটটি মোটর বিশিষ্ট উড়ন্ত গাড়ি। যার উপরদিকে চারটি এবং নিচে চারটি মোটর যুক্ত রয়েছে। তাঁর কথায়, “এটি ডানা বিশিষ্ট উড়ন্ত গাড়ি যা উপরে ওঠার সাথে সামনে এগিয়ে চলে।” আবার এর ব্যাটারি চালিত ভার্সনটি পরবর্তীতে পরীক্ষা করে দেখা হবে। জিভার লক্ষ্য খুব শীঘ্রই বাজারে পরিবেশবান্ধব উড়ন্ত গাড়ি নিয়ে আসা।

Show Full Article
Next Story